logo
বুধবার ২৬ জুন, ২০১৯, ১২ আষাঢ় ১৪২৬

  তারার মেলা রিপোর্ট   ২৩ মে ২০১৯, ০০:০০  

প্রথমবার নজরুলসংগীত গাইলেন বাপ্পা

প্রথমবারের মতো নজরুলসংগীত রেকর্ড করেছেন, ভিডিও বানিয়েছেন বাপ্পা মজুমদার। আর সেই ভিডিওতে নেচেছেন নাদিয়া আহমেদ। এবারই প্রথম কোনো মিউজিক ভিডিওতে কাজ করলেন এই নৃত্য ও অভিনয়শিল্পী। ভিডিওটির শুটিং হয়েছে ঢাকার সূত্রাপুরে। এ প্রসঙ্গে বাপ্পা বলেন, 'ভিডিওটির পরিকল্পনা করার সময়ই নাদিয়ার নাম মাথায় আসে। দারুণ নেচেছে সে।' নাদিয়া বলেন, 'আমার প্রথম মিউজিক ভিডিও! তা-ও অসম্ভব প্রিয়শিল্পী বাপ্পা মজুমদার দাদার গাওয়া গান। খুব ভালো লাগছে। দাদাকে অনেক ধন্যবাদ আমাকে গানটির সঙ্গে যুক্ত করার জন্য।'

নজরুলের জন্মবার্ষিকী সামনে রেখে আগামীকাল ২৪ মে বাপ্পার ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে