শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

এক গানে সালমান শাহর ২৫ সিনেমার নাম

তারার মেলা রিপোটর্

নব্বই দশকে বাংলাদেশের চলচ্চিত্রে ধূমকেতুর মতো আবিভার্ব ঘটে সালমান শাহর। ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন এই অমর নায়ক। একই সিনেমায় গান গেয়ে ক্যারিয়ার শুরু করেন কণ্ঠশিল্পী আগুন। একসঙ্গে দুজনেই সফলতা অজর্ন করেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাদের।

ব্যক্তিগত জীবনেও সালমান-আগুন ভালো বন্ধু ছিলেন। পদার্য় সালমান শাহর ঠেঁাট মেলানো বেশির ভাগ গানই গেয়েছেন আগুন। যদিও মাত্র তিন বছরের মাথায় সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে। আগুনকে রেখে না ফেরার দেশে চলে যান সালমান। সেই ভাবনা আর স্মৃতিকাতরতা থেকে নতুন একটি গানে কণ্ঠ দিলেন আগুন। যে গানে উঠে এসেছে সালমান শাহ অভিনীত ২৫টি সিনেমার নাম।

‘লাভ ইউ সালমান শাহ’ শিরোনামের গানের কথা লিখেছেন নীহার আহমেদ ও নবাব আমিন। ‘অন্তরে অন্তরে তোমাকে চাই/ জীবন সংসারে তোমাকে চাই/ প্রেম পিয়াসী আমি স্বপ্নের নায়ক/ স্বপ্নের ঠিকানা তুমি যে তাই’Ñ এমন কথার গানটি সুর করেছেন মুরাদ নূর। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

গান প্রসঙ্গে আগুন বলেন, ‘আমার আর সালমানের ক্যারিয়ার একসঙ্গে শুরু। আমরা ছিলাম একে অপরের পরিপূরক। নিজের দায়বদ্ধতা থেকেই কাজটি করেছি। চমৎকার কথা ও সুরের মেলবন্ধনে গানটি তৈরি করা হয়েছে। আমি বিশ্বাস করি, সবার ভালো লাগবে।’

রোদ্দুর এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটি নিয়ে নিমির্ত হয়েছে মিউজিক ভিডিও। রোদ্দুর এন্টারটেইনমেন্টের কণর্ধার রেজাউল হক রেজা জানান, মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অংশ নিয়েছেন সুপারহিরো খ্যাত সাগর। তার সঙ্গে রয়েছেন এসকে তৃষ্ণা, মাসুদা রানি ও রুহি আফরোজ। এটি পরিচালনা করেছেন হেলাল ইসলাম। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গত ১২ ফেব্রæয়ারি রোদ্দুর এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

২৯ বছর পর সিক্যুয়াল ভাবনা

তারার মেলা ডেস্ক

বলিউডের জনপ্রিয় ছবি তো বটেই, একইসঙ্গে তুমুল ব্যবসাসফল সিনেমা ‘দিল’। ছবিটিতে অভিনয় করেছিলেন আমির খান ও মাধুরী। ছবিতে আমির-মাধুরীর সৌন্দযর্ এবং অভিনয়Ñ দুইই চোখে লেগে আছে দশর্কদের। ছবিটি মুক্তি পায় ১৯৯০ সালে।

২৯ বছর পর সেই ছবির সিক্যুয়াল নিমাের্ণর ভাবনা শুরু হয়েছে। আর এই ভাবনা শুরু করেছেন ‘দিল’ ছবির পরিচালক ইন্দ্র কুমার।

ইন্দ্র কুমার পরিচালিত নতুন ছবি ‘টোটাল ধামাল’। ছবিটির প্রচারের কাজে বিভিন্ন জায়গায় ঘুরছে ‘টোটাল ধামাল’ টিম। সেরকমই একটি প্রচারণায় গিয়ে ‘দিল’ ছবির সিক্যুয়াল নিমাের্ণর কথা জানিয়েছেন ইন্দ্র কুমার।

তিনি বলেন, ‘আমার হাতে এখন ছয়টি চিত্রনাট্য আছে। যার মধ্যে দিল ছবির সিক্যুয়াল একটি। ছবিটির নাম হতে পারে ‘দিল এগেইন’। তবে এখন আমি শুধুই টোটাল ধামাল নিয়ে ভাবছি। তাছাড়া আমি জানি না আমার পরবতীর্ ছবি আসলে কোনটি।’

‘দিল’ ছবির সিক্যুয়ালের নিমাের্ণর কথা অনেকদিন ধরেই গুঞ্জন হয়ে উড়ছে বলিউডে। ছবিটি মুক্তির পর এতটাই জনপ্রিয় হয় যে তেলেগু, উড়িষ্যা, কণার্টক এবং বাংলাদেশে ছবিটি নিমির্ত হয়েছে।

এবার মিরপুরে সিনেপ্লেক্স

তারার মেলা রিপোটর্

রাজধানীর সীমান্ত সম্ভারে নতুন স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরুর পর এবার মিরপুরে আরেকটি শাখা খুলতে যাচ্ছে সিনেপ্লেক্স কতৃর্পক্ষ। রাজধানীর ঐতিহ্যবাহী সনি সিনেমা হল রূপান্তরিত হতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। সম্প্রতি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সনি সিনেমার প্রধান ও চলচ্চিত্র প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন এবং স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, যথাযথ সংস্কারের পর আসছে ঈদুল আজহায় যাত্রা শুরু করবে স্টার সিনেপ্লেক্স নতুন শাখাটি। এ প্রসঙ্গে মাহবুব রহমান রুহেল বলেন, ‘আমরা পযাের্লাচনা করে দেখেছি, মিরপুর থেকে প্রচুর দশর্ক স্টার সিনেপ্লেক্স সিনেমা দেখতে আসেন। তাদের সুযোগ-সুবিধার কথা চিন্তা করে আমরা সেখানে সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধন করার উদ্যোগ নিই। পরবতীের্ত সনি সিনেমা হলের জায়গাটি আমাদের উপযুক্ত মনে হয়। তাই সেখানেই নতুন সিনেপ্লেক্স চালু করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আগামী আগস্টে ঈদুল আজহা উপলক্ষে স্টার সিনেপ্লেক্সে সনির যাত্রা শুরু হবে।’ মোহাম্মদ হোসেন বলেন, ‘সনি সিনেমা হল ভবনকে নতুনরূপে ঢেলে সাজানো হয়েছে। নতুন করে ভবনটির নাম রাখা হয়েছে সনি স্কয়ার। আর এখানেই তিনটি হল নিয়ে স্টার সিনেপ্লেক্স সনি চালু হবে।’

ভালোবাসা দিবসে রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পদার্য় তাদের রোমান্স দেখে মুগ্ধ হন দশর্ক। এখন বাস্তবেও তারা স্বামী-স্ত্রী। গত নভেম্বরে বিয়ে করেছেন এ জুটি। তাই বিয়ের পর তাদের প্রথম ভালোবাসা দিবস নিয়ে পরিকল্পনা কী তা নিয়ে বেশ কৌত‚হলী ভক্তরা।

মঙ্গলবার ফিল্ম ফেয়ার গø্যামার অ্যান্ড স্টাইল ফ্যাশন অ্যাওয়াডর্স ২০১৯-এ উপস্থিত হয়েছিলেন দীপিকা। এই সময় তার কাছে ভালোবাসা দিবসের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি গলি বয় সিনেমা দেখতে যাব, যেটি ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে। আমার মা-বাবাও এখন মুম্বাইয়ে অবস্থান করছেন, সুতরাং তাদের সঙ্গেও দিনটি কাটাব।’

এর আগে গলি বয় সিনেমার প্রচারে এসে ভালোবাসা দিবসের পরিকল্পনা প্রসঙ্গে রণবীর সিং সাংবাদিকদের বলেন, ‘ভালোবাসা দিবসে আমি দীপিকাকে গলি বয় সিনেমা দেখাব এবং সেখানে কিছু পুরস্কার নেব। আমার মতে, এটি খুবই ভালো একটি সিনেমা। আশা করব, সে সিনেমাটি দেখবে ও তার ভালো লাগবে এবং আমাকে নিয়ে গবর্ করবে। আর আমার পারফরম্যান্সের জন্য পুরস্কার পাব। সুতরাং ভালোবাসা দিবসে সস্ত্রীক গলি বয় সিনেমা দেখতে যাচ্ছি।’

গলি বয় সিনেমাটি পরিচালনা করেছেন জয়া আখতার। এটি প্রযোজনা করেছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। একটি চরিত্রে আছেন কালকি কোয়েচলিন। ১৪ ফেব্রæয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

ভালোবাসার টানে লন্ডনে প্রিয়াঙ্কা চোপড়া

তারার মেলা ডেস্ক

ভালোবাসা দিবসের আগে ‘ঝগড়া’ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিষয়টি মিডিয়াপাড়ায় ছড়িয়ে পড়ার আগে তা আবার মিটমাটও করে নিয়েছেন দুজনে। আর এবার দুজনে একসঙ্গে হতে লন্ডনে থাকা নিকের কাছে রওনা দিয়েছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি দুজনের মনোমালিন্যের বিষয়টি প্রিয়াঙ্কা নিজেই খোলাসা করেছেন। জানিয়েছেন লন্ডনে কাজের সূত্রে আপাতত সেখানেই রয়েছেন নিক। আর তিনি রয়েছেন নিউইয়কের্। তবে ভ্যালেন্টাইন’স ডে নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘এমনটা নয় যে, আমি দিনটা নিয়ে খুব উত্তেজিত। বরং মনে করি, ভালোবাসা বছরের প্রত্যেকটা দিনে জাহির করা উচিত, স্রেফ এই একটা দিনে নয়। তবু কী রকম একটা লাগছিল। বিয়ের পরে ভ্যালেন্টাইন’স ডে, আর নিক ব্যস্ত কাজ নিয়ে।’

তিনি আরও বলেন, ‘এই দেখা না করা নিয়ে মন খারাপ এবং কিছু কথা কাটাকাটির ব্যাপার! বিষয়টি নিয়ে রোজই কথা কাটাকাটি হচ্ছিল। শেষে নিক আমায় লন্ডনে চলে আসতে বলল, জানাল, ওই দিন কাজ থেকে ছুটি নিয়েছি। সত্যি, মাঝে মাঝে খুব মিষ্টি হয়ে যায়।’

সমুদ্রসৈকতে শাকিব-মৃদুলার রোমান্স

বিনোদন রিপোটর্

‘আমি যদি দুল হই, এলোমেলো চুল হই/প্রেমে তুলতুল হই, নেবে কি সাথে’Ñ এভাবেই ভালোবাসার কথা বলেন চিত্রনায়ক শাকিব খান ও নবাগত সুস্মিতা মৃদুলা। কক্সবাজার সমুদ্রসৈকতে রোমান্সে মেতে উঠেন তারা। তবে এটা বাস্তবে নয়, শাহীন সুমন পরিচালিত ‘একটু প্রেম দরকার’ সিনেমার গানের দৃশ্যধারণের জন্য রোমান্স করেছেন এই জুটি।

সম্প্রতি কক্সবাজারে দুই দিন গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। আহম্মেদ শামীমের সুরে এতে কণ্ঠ দিয়েছেন দীপ ভৌমিক ও মায়া। ২২ লাখ টাকা বাজেটের এই গানের কোরিওগ্রাফি করেছেন ভারতের বাবা যাদব। এ প্রসঙ্গে সুস্মিতা মৃদুলা বলেন, ‘কক্সবাজারে চার দিন শুটিং করলাম। প্রথম দিন গানের দৃশ্যে শুটিং করেছি। শাকিব ভাইয়ের সঙ্গে গানে পারফমর্ করে নতুন অভিজ্ঞতা হয়েছে। গানের কাজটি চমৎকার হয়েছে। এছাড়া মিশা ভাইয়ের সঙ্গে কিছু দৃশ্য করেছি। সেগুলোও ভালো হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো একটা কাজ সবাইকে উপহার দিতে পারি।’

নবাগত সুস্মিতা মৃদুলার ‘একটু প্রেম দরকার’ সিনেমার মাধ্যমে বড়পদার্য় অভিষেক হতে যাচ্ছে। এর আগে মৃদুলা আরএফএল হুলস্থুল অফারের টিভি বিজ্ঞাপন, কোকাকোলা চাটনির টিভি বিজ্ঞাপন, কালার মাইন্ড প্রোডাকশনের সিম্ফনি মুঠোফোনের বিজ্ঞাপনে কাজ করেছেন। এছাড়া ডায়মন্ড ওয়াল্ডর্, শতরূপা শাড়ি, শতরূপা জুয়েলাসর্, শতরূপা ডায়মন্ড এবং ঢাকাইয়া শাড়ির বিলবোডের্র মডেল হিসেবে কাজ করেন তিনি। তা ছাড়া বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন মৃদুলা, যা শিগগির দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36535 and publish = 1 order by id desc limit 3' at line 1