বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভালোবাসা কারে কয়...

ভালোবাসার সঠিক কোনো সংজ্ঞা নেই। যার যার অভিজ্ঞতাই তার তার কাছে ভালোবাসার সংজ্ঞা হয়ে দঁাড়ায়। তারপরেও ভালোবাসা নিয়ে একেকজন একেকরকম মন্তব্য করেন, ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেন। আজ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শব্দটির মানে জানতে চাওয়া হয়েছিল নাটক, চলচ্চিত্র ও গানের কয়েকজন তারকার কাছে। আসুন দেখে নেয়া যাক, কে কী উত্তর দিলেন! পাশাপাশি জানালেন ভালোবাসা দিবসের কাজ ও পরিকল্পনার কথাও...
নতুনধারা
  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ন্যান্সি, কণ্ঠশিল্পী

ভালোবাসা কারে কয়? এটা খুব সহজ আবার খুব কঠিন প্রশ্ন। একেক সময় একেক ভাবে এর সংজ্ঞা হতে পারে। তবে এই মুহ‚তের্ আমার মতেÑ আমি পরিবারের সঙ্গে আছি, পরিবারের সবাই আমার সঙ্গে আছে। এই যে বন্ধন এটাই ভালোবাসা। সবটা দিবসই ভালোবাসার। ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না। তবে ভালোবাসা দিবসসহ বিশেষ দিবসগুলোর গুরুত্ব আছে। অন্তত সেই দিনটি বিশেষভাবে পালন করা হয়। যেমন আমার বড় মেয়ে প্রতি বছরই ভালোবাসা দিবসের রাত ১২টার পর নিজে বানানো কাডর্ ও ফুল দিয়ে আমাকে শুভেচ্ছা জানায়। এটা আমার খুব ভালো লাগে। শুধু ভালোবাসা দিবসে নয়, বিশেষ উপলক্ষেও এমনটা করে। ঈদের সময়ও এমনটা করে। আমি কিন্তু এসবের অপেক্ষায় থাকি। কিন্তু ওকে কিছু বুঝতে দেই না। আমার স্বামীও আমাকে শুভেচ্ছা জানান। কিন্তু আমি গিফট দেয়া কিংবা উইশ করা এসব বিষয়ে নিজেকে ঘুটিয়ে রাখি। এবারের ভালোবাসা দিবসে মহাখালীতে আমার একটা অনুষ্ঠান আছে। সেখানে পারফমর্ করব। এ ছাড়া আলাদাভাবে দিবসটি পালনের কোনো পরিকল্পনা নেই। ময়মনসিংহে থাকলে আমরা দুজন (স্বামী) সন্তানদের নিয়ে হয়তো কোনো একটা রেস্টুরেন্টে যাই, কোথাও ঘুরতে বের হই।

নিরব, চিত্রনায়ক

ভালোবাসা হচ্ছে কোনো কাজ বা মানুষ, যেটার প্রতি মনসংযোগ বা ঘনিষ্ঠতা থাকে সবচেয়ে বেশি। আবার ভালোবাসার মানুষ না থাকলেও কাজের প্রতি কারো আসক্তিই তার ভালোবাসা। কাজটা এমনই ব্যাপার, যেটাতে আমি নিজেকে যুক্ত করেছি বা যুক্ত হতে বাধ্য হয়েছি। ভালোবাসা তো দেখা যায় না, এটা অনুভবের ব্যাপার। এটা যার যার ওপর নিভর্র করে।

হুমায়রা হিমু, টিভি অভিনেত্রী

আমার কাছে বছরের সবটা দিনই ভালোবাসার দিন। এটিকে নিদির্ষ্ট করে দেখার কিছু আছে বলে আমার মনে হয় না। তাই এদিন নিয়ে আমার কোনো পরিকল্পাও নেই। এবারের ভালোবাসা দিবসের কোনো নাটকে কাজ করা হয়নি। আগে কাজ করা কোনো নাটক প্রচার হবে কিনা তাও জানা নেই। ধারাবাহিক নাটক নিয়েই ব্যস্ত থাকতে হয়। তবে আজ (মঙ্গলবার) একটি খÐ নাটকে কাজ করছি। নাম ‘বন্ধুগীরি’। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান পুতুল।

রোশান, চিত্রনায়ক

ভালোবাসা দিবস কোথায় কিভাবে কাটাব তা ভাবিনি। কোনো না কোনো ভাবে কেটে যাবে দিনটি। আসলে ভালোবাসার সংজ্ঞাটা কি? তা নিয়ে সুন্দর করে বুঝিয়ে বলা আমার পক্ষে সম্ভব নয়। শব্দটি ছোট হলেও এর ব্যাপকতা অনেক। বিয়টা অনেকটা এমনÑ বুঝতে পারি, বুঝাতে পারি না। ভালোবাসা সবার জন্যই।

বেলাল খান, সংগীতশিল্পী

জীবনের একেক পযাের্য় ভালোবাসা একেক রকম। প্রত্যেকেই এটা উপলব্ধি করতে পাওে না। সত্যি বলতে ভালোবাসা কী, এর সঠিক জবাব কারো কাছে নেই। এর জবাবটাও নিভর্র করে সেই ব্যক্তির পারিপাশ্বির্ক পরিস্থিতির ওপর। এই মুহূতের্ আমার কাছে ভালোবাসা হলো আমার সন্তান, সন্তানের মা, আমার বাবা-মা, ভাইবোন। এ ছাড়া গান। ভালোবাসা দিবস নিদির্ষ্ট কোনো দিনের জন্য নয়। প্রতিদিনই ভালোবাসার। তবে একটা দিন উপলক্ষে ধরিয়ে দেয়া। সচেতন করা। এবারের ভালোবাসা দিবসের দিন আমার দুটি অনুষ্ঠান আছে। একটা ঢাকা ও অন্যটি ঢাকার বাইরে। এ ছাড়া নতুন একটি খবর হলো এই দিনে আমার দুটো গান প্রকাশ হচ্ছে। একটি নাটকের জন্য। জাকারিয়া সৌখিনের পরিচালনায় ‘তুমি আমার নও’ নাটকের জন্য গানটি গেয়েছি আমি। এ মিজানের কথায় ‘তুমি আমার নও’ গানের সুর করেছেন আহমেদ হুমায়ুন। ভালোবাসা দিবসে এটি আরটিভিতে প্রচার হবে। অন্য গানটির শিরোনাম ‘ঝড়’। তারেক আহমেদের কথায় এর সুর করেছেন মারসেল। এটিও আমার গাওয়া। এর মিউজিক ভিডিওটি প্রকাশ করছে সঙ্গীতা।

বিদ্যা সিনহা মিম, চিত্রনায়িকা

আমার কাছে ভালোবাসা মানে বন্ধুত্ব। বন্ধুত্ব না হলে ভালোবাসা হয় না। মধুর বন্ধুত্বপূণর্ সম্পকর্ই ভালোবাসাকে ধারণ করে থাকে। যেখানে বন্ধুত্ব নেই সেখানে ভালোবাসাও নেই। আমার ভালোবাসার প্রিয়জন আমার মা। আমায় সব চেয়ে বেশি ভালোবাসেন যিনি তিনি আমার মা। ভালোবাসা প্রতিদিনের জন্য। নিদির্ষ্ট ভালোবাসা দিবস উপলক্ষে আপাতত কোনো পরিকল্পনা নেই।

ইমরান, সংগীতশিল্পী

ভালোবাসা এক অদ্ভুত শক্তি, যার কারণে পুরো পৃথিবী টিকে আছে। সেটা হতে পারে মা-বাবার প্রতি সন্তানের ভালোবাসা, প্রেমিকের প্রতি প্রেমিকার ভালোবাসা, বন্ধুর প্রতি ভালোবাসা, সৃষ্টিকতার্র প্রতিভালোবাসা প্রভৃতি। আমি মনে করি, এই ভালোবাসা টিকিয়ে রাখতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্বাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36533 and publish = 1 order by id desc limit 3' at line 1