বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

চীনে সেরা অভিনেতার পুরস্কার পেলেন অজয়

বিনোদন ডেস্ক

২৭তম চায়না গোল্ডেন রোস্টার অ্যান্ড হানড্রেড ফ্লাওয়ারস চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন বলিউড তারকা অজয় দেবগন। ‘রেইড’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে গত শনিবার চীনের ফোশানে শেষ হয় চার দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। দশের্কর ভোটে নিবাির্চত হয়েছেন পুরস্কার বিজয়ীরা। ইন্ডিয়া-চীন ফিল্ম সোসাইটির (আইসিএফএস) সঙ্গে যৌথভাবে প্রতিবছর এ উৎসব আয়োজন করে চায়না ফিল্ম অ্যাসোসিয়েশন (সিএফএ)।

আইসিএফএস প্রতিষ্ঠাতা কিশোর জাওয়াদে বলেছেন, ‘রেইড’ আমাদের জন্য বিশেষ একটি ছবি। ফ্রথম থেকেই এ ধরনের সিনেমায় আমাদের আস্থা।’

টি-সিরিজের চেয়ারম্যান ও ‘রেইড’ ছবির প্রযোজক ভূষণ কুমার বলেছেন, ‘এটা অজয় দেবগনের জন্য বড় বিজয়, শক্তিশালী অভিনয় দক্ষতার কারণেই গোল্ডেন রোস্টার অ্যান্ড হানড্রেড ফ্লাওয়ারস চলচ্চিত্র উৎসবে তার মুকুটে নতুন পালক যোগ হলো।’

‘রেইড’ ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নিমির্ত। ১৯৮০ সালে ভারতের উত্তর প্রদেশে আয়কর অভিযান চালানো হয়েছিল। সে ঘটনার ওপর ভিত্তি করেই চলচ্চিত্রটি নিমির্ত।

প্যানোরোমা স্টুডিওর চেয়ারম্যান ও প্রযোজক কুমার মঙ্গত পাঠক বলেছেন, ‘রেইড ছবির সহযোগী হতে পেরে আমরা গবির্ত, আন্তজাির্তক পরিমÐলে এটি ব্যাপক প্রশংসা পেয়েছে। প্রযোজক হিসেবে এটা আমাদের আত্মবিশ্বাস ও সাহস জুগিয়েছেÑ যাতে এ ধরনের ছবি আরো তৈরি করা যায়।’

প্রথমবার প্লে-ব্যাকে ইউসুফ আহমেদ খান

বিনোদন রিপোটর্

প্রায় ১০ বছর ধরে গানের জগত প্রবেশ করলেও প্লেব্যাক থেকে দূরেই ছিলেন ওস্তাদ ইয়াকুব আলীর সুযোগ্য সন্তান ইউসুফ আহমেদ খান। তবে এবারই প্রথম তিনি কোনো সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। শহীদুল হক খানের নিমার্ণাধীন সিনেমা ‘যুদ্ধ শিশু’তে তিনি প্রথমবারের মতো প্লে-ব্যাক করেছেন। গানের কথা হচ্ছে ‘মাগো তোমায় আমি দু’চোখ ভরে দেখতে চাই’। গানটির সুর করেছেন শেখ সাদী খান এবং সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এরই মধ্যে গানটির রেকডির্ংয়ের কাজ সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো প্লে-ব্যাকে কণ্ঠ দেয়া এবং শেখ সাদী খানের সুরে গান গাওয়ার বিষয়টিকে সংগীত জীবনের অনেক বড় অজর্ন হিসেবে বিবেচনা করছেন ইউসুফ আহমেদ খান।

ইউসুফ বলেন, ‘যদিও গানটি এখনো প্রকাশ হয়নি, কিন্তু যারাই আমার কাছে গানটি শুনছেন, তারাই বলছেন গানটি খুবই ভালো হয়েছে। আমি কৃতজ্ঞ পরিচালক শহীদুল হক খান স্যার এবং আমাদের সংগীতাঙ্গনের গবর্ শেখ সাদী খান স্যারের কাছে। তারা দু’জন আমাকে জীবনে প্রথম প্লে-ব্যাক করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমি অন্তর দিয়ে গানটি গেয়েছি।’

নাতাশাকেই বিয়ে করবেন বরুণ

তারার মেলা ডেস্ক

ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পকর্ নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন বরুণ ধাওয়ান। দীঘির্দনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে প্রেম করছেন এই অভিনেতা। এর আগে তাদের প্রেমের সম্পকের্র কথা সংবাদমাধ্যমে স্বীকারও করেছেন বরুণ। শুধু তাই নয়, গত বছরের শেষের দিকে গুঞ্জন উঠে, বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি। তবে তা গুঞ্জনই থেকে গেছে। এবার বরুণ জানালেন, নাতাশাকেই বিয়ে করছেন তিনি।

সম্প্রতি পরিচালক করণ জোহরের চ্যাট শোয়ে হাজির হয়েছিলেন বরুণ ধাওয়ান। এ সময় তিনি বলেন, ‘নাতাশার সঙ্গে প্রেম করছি এবং তাকেই বিয়ে করার পরিকল্পনা করছি।’ তবে কবে নাগাদ বিয়ের পিঁড়িতে বসছেন বরুণ-নাতাশা সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেতা।

‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ খ্যাত অভিনেতা বরুণ ধাওয়ান এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘প্রেমের বিষয়টি আমার কাছে সব সময়ই স্বাভাবিক একটি বিষয়। লুকোচুরি করার কিছু নেই। আমি শুধু ক্যারিয়ার ছেড়ে প্রেমের দিকে মনোযোগ দিতে চাইনি। এ কারণেই আমি এটি নিয়ে বেশি কিছু বলি না।’

তিনি আরো বলেছিলেন, ‘আমি কোনো কিছুই অস্বীকার করিনি, শুধু এ বিষয়ে আলোচনা করতে পছন্দ করি না। এ ছাড়া প্রেমিকার সঙ্গে সময় কাটানো নিয়ে একজন কী বলতে পারে? তবে আমি এর পরিণতি ভালোই দেখতে পাচ্ছি। আমার সঙ্গে থাকার সকল কৃতিত্ব তার, আমার জীবনে দেখা সেরা মানুষদের একজন সে।’

বরুণ অভিনীত সবের্শষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুই ধাগা’। এতে আনুশকা শমার্র সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন বরুণ। মুক্তির পর বক্স অফিসেও বেশ সাড়া ফেলে সিনেমাটি। ৩৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ১২০ কোটি রুপি। কাজের দিক থেকে ‘কলঙ্ক’ সিনেমার শুটিং নিয়ে বতর্মানে ব্যস্ত সময় পার করছেন বরুণ।

ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গাইবেন সিঁথি সাহা

তারার মেলা রিপোটর্

আগামী ২৩ নভেম্বর ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা-কলকাতা মৈত্রী সম্মেলন’। আর এখানে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের কণ্ঠশিল্পী সিঁথি সাহা। বিষয়টি নিশ্চিত করেছেন ‘ঢাকা- কলকাতা মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক আরিফ ইকবাল। তিনি জানান, ‘তরঙ্গ অব ক্যালিফোনির্য়া সহযোগিতা’য় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৩ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়টির গান্ধী ভবনে গাইবেন সিঁথি।

এ বিষয়ে সিঁথি সাহা বলেন, ‘দেশের বাইরে কোনো বিশ্ববিদ্যালয়ে সংগীত পরিবেশন করতে যাওয়া আমার প্রথম। যেহেতু বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করতে আমাকে সেখানে নিমন্ত্রণ জানানো হয়েছে, তাই যেসব গানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা যায় সেসব গানই পরিবেশন করার চেষ্টা থাকবে আমার। আবার আমার নিজের কিছু গান, শ্রোতা দশের্কর অনুরোধের গানও গাইতে পারি। অনুষ্ঠানের আয়োজকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমাকে এই অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়েছেন। একজন বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে আমি ভীষণ গবের্বাধ করছি।’

বিয়ে করছেন মোনালিসা

তারার মেলা ডেস্ক

এবার বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় টিভি অভিনেত্রী মোনালিসা পাল। আগামী ১৯ নভেম্বর ছঁাদনাতলায় বসবেন তিনি। ছোটপদার্র জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’-এ অভিনয় করছেন তিনি। ‘তন্দ্রা’র চরিত্রে ইতিমধ্যেই দশর্কদের মন জয় করেছেন তিনি। এ ছাড়াও অভিনয় করেছেন ‘রাধা’, ‘দীপ জ্বেলে যাই’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে। এর আগে রিয়ালিটি শো’তে সঞ্চালিকার ভূমিকাতেও দেখা গিয়েছে তাকে। ছোটবেলার বন্ধু বিশ্বজিৎ সরকারের সঙ্গেই গঁাটছড়া বঁাধবেন অভিনেত্রী। ষষ্ঠ শ্রেণি থেকে একসঙ্গে পড়াশোনা করেছেন তারা। তখন থেকেই বন্ধুত্ব। তারপরই ধীরে ধীরে গভীর হয় ভালোবাসা। কাজ ও চাকরি সূত্রে বিশ্বজিৎ বাইরে চলে গেলেও সে ভালোবাসায় কখনোই ভাটা পড়েনি। শুধু তাই নয়, ভালোবাসার খাতিরে বিয়ের পর মোনালিসার সঙ্গে কলকাতাতেই থাকবেন তিনি। দীঘির্দনের প্রেমের সম্পকর্ই এবার বদলে যেতে চলেছে পরিণয়ে। মোনালিসা জানান, গঙ্গানগরের স্কাউট গ্রাউন্ডে বিবাহ আসরের আয়োজন করা হবে। বিয়েতে এক্কেবারে ট্র্যাডিশনাল বাঙালি বধূর সাজেই দেখা যাবে অভিনেত্রীকে। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ধুমধাম করেই বিয়ে করবেন তিনি। জমকালো রিসেপশনেরও সাক্ষী থাকবে টলিপাড়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22496 and publish = 1 order by id desc limit 3' at line 1