শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়েব সিরিজে ঝুঁকছেন নায়িকারা

আচমকাই হাওয়া বদল। আর এই হাওয়ায় গা ভাসাচ্ছেন দেশের শীষর্স্থানীয় নায়িকারা। কদিন আগেই যারা দাপুটের সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করেছেন, মাত্র কদিনের ব্যবধানে তারাই এখন অলস সময় কাটাচ্ছেন। বেকারত্ব কাটাতে অনেকেই ঝুঁকে পড়ছেন ওয়েব সিরিজে।
মাসুদুর রহমান
  ০৮ নভেম্বর ২০১৮, ০০:০০
পপি

পপি

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিশেষ বিশেষ দিবসে ছোটপদার্র নাটক টেলিফিল্মে সাধারণত অভিনয়ে দেখা যায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপিকে। এক সময় ঢালিউডে তার ব্যস্ততা থাকলেও এখন নেই। ‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রে অভিনয় করছেন। ‘সেভ লাইফ’ ও ‘কাটপিছ’ নামের দুটি চলচ্চিত্রে কাজ করার কথা রয়েছে। তবে পপি এখন ওয়েব সিরিজের কাজে ব্যস্ত সময় পার করছেন। প্রথম বারের মতো অভিনয় করছেন অনন্য মামুনের নিদের্শনায় ‘ইন্দুবালা’ নামক ওয়েব সিরিজে। শুটিংয়ে এরই মধ্যে কলকাতায় অংশ নিয়েছেন পপি। কয়েক পবর্ শুটিং শেষে গেল ২১ অক্টোবর ঢাকায় ফিরেছেন এই নায়িকা। পপি বলেন, ‘অনলাইন দুনিয়ায় সবাই এখন ওয়েব সিরিজি দেখছে। জনপ্রিয় শিল্পীরাও এতে কাজ করছেন। আমি ইন্দুবালা চরিত্রে এই ওয়েব সিরিজে অভিনয় করছি। ওয়েব সিরিজ হলেও এর উপস্থাপনার ধরন একেবারে সিনেমাটিক। যে কারণে আমি কাজ করে ভীষণ মুগ্ধ। এর আগে এই ধরনের ওয়েব সিরিজ বাংলাদেশে হয়নি। তাই এই ওয়েব সিরিজে আমার কাজ করাটাও গবের্র বটে। দেখা যাক প্রচারে এলে তা দশের্কর কাছে কতটা গ্রহণযোগ্যতা পায়।’

অঁাচল

২০১১ সালে ‘ভুল’ নামের একটি ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন চিত্রনায়িকা অঁাচল। এরপর তার অভিনীত ‘বেইলি রোড’, ‘ভালোবাসার রংধনু’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘আজব প্রেম’, ‘হৃদয় দোলানো প্রেম’, ‘স্বপ্ন যে তুই’, ‘ফঁাদ’, ‘কিস্তিমাত’, ‘গুন্ডা : দ্য টেরোরিস্ট’, ‘বোঝে না সে বোঝে না’, ‘এপার ওপার’, ‘মেন্টাল’, ‘আড়াল’সহ বেশকিছু ছবি মুক্তি পায়। এ পযর্ন্ত শাকিব খান, আরিফিন শুভ, ইমনসহ বিভিন্ন নায়কের বিপরীতে অভিনয় করেছেন। কিন্তু অনেক দিন ধরেই অঁাচলের দেখা নেই রূপালী পদার্য়। সবশেষ অঁাচল তারেক শিকদারের ‘দাগ’ এবং ছটকু আহমেদের ‘এক কোটি টাকা’ ছবিতে বছরখানেক আগে কাজ করেছেন। নতুন ছবিতে না দেখা গেলেও এবার তিনি ভিন্নভাবে দশের্কর সামনে হাজির হতে যাচ্ছেন। ‘ইন্দুবালা’ নামে নতুন একটি ওয়েব সিরিজের কাজ করছে তিনি। এ প্রসঙ্গে অঁাচল বলেন, এবারই প্রথম ব্যতিক্রমী একটা কাজের সঙ্গে যুক্ত হলাম। অনেক চমক থাকবে এখানে। এমনিতে বাসায় বসে ইন্টারনেটে বেশকিছু ওয়েব সিরিজ দেখা হয়েছে। তবে ‘ইন্দুবালা’র কাহিনী একটু ভিন্ন ধরনের। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। এখানে আমাকে দশর্করা সিআইডি পুলিশের চরিত্রে দেখতে পাবে।’

তিশা

অনন্য মামুনের ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে নাম ভূমিকায় অভিনয় করার কথা ছিল দশর্কপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার। কিন্তু ব্যাটে-বলে না মেলায় পরে তা করা হয়নি। নাটক ও চলচ্চিত্রে মোটামুটি ব্যস্থতা থাকলেও চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেন তিশা। ‘অতঃপর জয়া’ নামের সামাজিক সচেতনতামূলক ওয়েব সিরিজটিতে গৃহিণীর চরিত্রে অভিনয় করেন তিনি। এটি পরিচালনা করেছেন আরিফুর রহমান। এখানে তার সহশিল্পী হয়ে কাজ করেন ফজলুর রহমান বাবু ও মোস্তফা প্রকাশ প্রমুখ। তিশা বলেন, ‘ওয়েব সিরিজ আসলে কখনো করা হয়নি। প্রথমবারের মতো করলাম। অবশ্যই ভালো লেগেছে। এই কাজটা সামাজিক সচেতনতার ওপরে। সবকিছু মিলিয়ে ভালো লেগেছে। গল্পটাও ভালো। কাজটাও ভালো হয়েছে। আমার চরিত্রের নাম জয়া। একজন গৃহিণীর চরিত্র। তবে খুবই মজার চরিত্র।’

পরীমনি

চিত্রজগতের গøামার নায়িকা পরীমনি। একের পর এক চলচ্চিত্রে কাজ করে এখনো সুবিধা অজর্ন করতে পারেনি। হাতে কাজ না থাকলেও অভিনয় করতে যাচ্ছেন ওয়েব সিরিজে। সম্প্রতি তার জন্মদিনের অনুষ্ঠানে নিজেই এ খবর প্রকাশ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘শেষের কবিতা’ অবলম্বনে এ ওয়েব সিরিজটি নিমার্ণ হবে। সেখানে লাবণ্য চরিত্রে অভিনয় করবেন পরীমনি। পরীমনি অনুষ্ঠানে বলেন, রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ আমি কয়েকবার পড়েছি। কবিগুরুর সৃষ্ট কমের্ ও কাজের জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। ওয়েব সিরিজ হলেও তাতে কিছু যায় আসে না। রবীন্দ্রনাথের উপন্যাসে কাজ করার সুযোগ পেয়েছি, এ জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার শিল্পী জীবনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’ ‘শেষের কবিতা’ নিয়ে ওয়েব সিরিজ প্রযোজনা করছে কলকাতার আড্ডা টাইমস। এর মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করতে যাচ্ছে। ‘শেষের কবিতা’ নিমার্ণ করবেন বাংলাদেশের নিমার্তা হিমেল আশরাফ। আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে ‘শেষের কবিতা’র শুটিং।

জলি

চলচ্চিত্রের নায়িকা জলির বণির্ল অভিষেক হয় জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। জাজ থেকে চিত্রনায়িকা মাহি চলে আসার পর তিনি জাজের নায়িকা হয়ে ওয়াজেদ আলী সুমন পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘অঙ্গার’ চলচ্চিত্রে। দীঘির্দন আড়ালে থাকার পর সম্প্রতি ওয়েব সিরিজের মাধ্যমে নিজেকে আবার প্রকাশ করেন জলি। বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘ফোন এক্স’। এটি প্রযোজনা করেছে ইনোভেট সলিউশন। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন জাজের আবিষ্কার চিত্রনায়িকা জলি। এতে জলিকে দেখা গেছে কিলার চরিত্রে। অভিনয়টি নিমার্ণ করেছেন অনন্য মামুন। এদিকে এই ওয়েব সিরিজের অন্যতম অভিনেত্রী জলি বলেন, ‘এতে অভিনয় করার সময় মনে হয়নি আমি ওয়েব সিরিজে অভিনয় করেছি। মনে হয়েছে সিনেমায় অভিনয় করছি।’

নায়লা নাঈম

এক নামেই পরিচিত দেশের মডেল তারকা আইটেমগালর্ নায়লা নাঈম। তাকে নিয়ে আলোচনা-সমালোচনা যাই হোক, আপন গতিতেই নিজেকে এগিয়ে নিতে চান। গত বছর একটি বিশেষ ওয়েব সিরিজ নিমার্ণ করেছেন আর বি প্রীতম। এর নাম ‘দ্য লিস্ট’। আর এতে নায়লা নাঈম অভিনয় করেছেন একটি অত্যাধুনিক হাসপাতালের গø্যামারাস নাসের্র চরিত্রে। এ প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, ‘ওয়েব সিরিজে এটা আমার প্রথম কাজ। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছি। খুব ভালো একটি কাজ হয়েছে। ’সিএমভি’র ব্যানারে নিমির্ত এবং মোশন রক-এর কারিগরি সহায়তায় ‘দ্য লিস্ট’ নিমির্ত হয় সাত পবের্। এ ছাড়াও নায়লা নাঈম সম্প্রতি শুটিং শেষ করেছেন আকাশ নিবির পরিচালিত ‘ঠাকুরপো বউদি এন্ড কিলার’ ওয়েব সিরিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21393 and publish = 1 order by id desc limit 3' at line 1