শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তারকার পূজা...

মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে শারদীয় দুগোর্ৎসব। পাড়ার মÐপে মÐপে ছড়িয়ে পড়েছে খুশির জোয়ার। ঢাকঢোলের বাদ্য আর সুরের মূছর্নায় মুখরিত হয়ে উঠছেন সবাই। আট-দশজনের মতো শোবিজ তারকারাও মেতে উঠেছেন উল্লাসে। বিভিন্ন অঙ্গনের কয়েকজন তারকার পূজার স্মৃতি ও পূজা উদযাপন নিয়ে তারার মেলার এই আয়োজন
নতুনধারা
  ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

দশমী কাটাব মানিকগঞ্জের জাবরা গ্রামে

অরুণা বিশ্বাস

উৎসব মানেই অনন্দ। সেটা ঈদ, পূজা, নববষর্ যাই হোক না কেন। আনন্দ উদ্যাপনে তার কোনো কাপর্ণ্য নেই। তাইতো প্রতিটি উৎসবেই প্রিয়জনদের উপহারসামগ্রী কিনে দিই। আমার কাছে পূজা ব্যাপারটি সাবর্জনীন উৎসব। সারা বছর ব্যস্ত থাকি, আর তাই পূজা-অচর্না আর আনন্দের মধ্যে পরিবারের সঙ্গে একটু একান্তে সময় কাটাতে চাই। সপ্তমীতে কলাবাগান পূজামÐপসহ ঢাকার বিভিন্ন মÐপে ঘুরেছি। নবমী আর দশমী কাটাব মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জাবরা গ্রামে। এবার মÐপ ঘুরে ঘুরে পূজা উদ্যাপন করছি। সবার সঙ্গে ঘুরব, খাওয়া-দাওয়া, আনন্দ-উল্লাসে সময় কাটাব। পাশাপাশি পরিচিত, পরিজনদের সময় দেব।’

সবার জন্য কেনাকাটা করি

মৌটুসী বিশ্বাস

এবারের দুগার্পূজায় বাবার বাড়ি খুলনায় যাবার ইচ্ছে ছিল। কিন্তু শেষ পযর্ন্ত যাওয়া আর হয়নি। তাই এবারের পূজাতে ঢাকাতেই আছি। ঢাকাতেই পরিবারের সবাইকে নিয়ে পূজা উদ্যাপন করছি। খুলনায় আমি সবের্শষ আট বছর আগে পূজাতে গিয়েছিলাম। চট্টগ্রামে শেষ গিয়েছিলাম তিন বছর আগে। পূজাতে আমাকে আমার বাবা, আমার শাশুড়ি এবং আমার স্বামী আমাকে নগদ অথর্ দিয়ে দেন উপহার কেনার জন্য। আমি সবার টাকা একত্রিত করে তারপর মাকেের্ট গিয়ে কেনাকাটা করি। আবার আমার অজির্ত টাকা থেকে সবার জন্য কেনাকাটা করি। এবারও সবার জন্য কেনাকাটা করেছি। সত্যি বলতে কী দুগার্পূজা এলে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। মÐপে মÐপে গিয়ে পূজা উদ্যাপন করার ভালোলাগাটাই অন্যরকম।

পূজা উপলক্ষে একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি

সুষমা সরকার

এবারের পূজাতে বেশিরভাগ দিনই আমার শুটিং আছে। যে কারণে শুধু দশমীর দিন ছাড়া পূজাতে ঘুরে বেড়ানোর তেমন সুযোগ নেই। এবারের পূজা উপলক্ষে একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এনটিভিতে অষ্টমীর দিন প্রচার হয়েছে আমার উপস্থাপনায় ‘আনন্দময়ীর আগমনে’ অনুষ্ঠানটি। এ ছাড়া চ্যানেল টুয়েন্টিফোরেও আমার একটি অনুষ্ঠান প্রচার হয়েছে। পূজার সময় আমি জাকারিয়া সৌখিন, হিমেল আশরাফসহ আরও বেশ কজন নিমার্তার নাটকে অভিনয় করেছি। তবে যতই কাজ থাকুক না কেন প্রতিদিন শুটিং শেষে বিভিন্ন পূজামÐপে ঘুরে ঘুরে পূজার আনন্দ উপভোগ করছি।

সাত বছর পর ভারতেশ্বরী হোমসে এসেছি

মৌসুমী নাগ

সাত বছর পর ভারতেশ্বরী হোমসে এসেছি এবার পূজা উদযাপন করতে। তাই মনে মনে ভীষণ ভালোলাগা কাজ করছে এখন থেকেই। আমার সন্তানকে নিয়েই সেখানে পূজা উদযাপন করছি। সত্যি বলতে কী বছরে তো একবারই এই সময়টা আসে। তাই এই সময়টাতে সবার জন্য প্রাথর্না করি, সবাই যেন যার অবস্থানে ভালো থাকে, সুস্থ থাকে। এবারের পূজাতেও আমার একই প্রাথর্না থাকবে। পূজার সময়টা ভীষণভাবে উপভোগ করছি। ইশ্বরের কাছে প্রাথর্না করি সবসময় যেন ভাল থাকতে পারি। সবার প্রতি এই শুভকামনা জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<17994 and publish = 1 order by id desc limit 3' at line 1