শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টয়ার ঘরসংসার ও করোনাকালীন ঈদ

কাল বাদে পরশু ঈদ। সময়টা অন্য বছরের মতো না হলেও শুটিংয়ের চাপ কাঁধে নিয়েই ঘুরছেন ছোট পর্দার অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। সেই সঙ্গে সামাল দিতে হচ্ছে সদ্য শুরু করা সংসার জীবনও। তবে করোনা মহামারির প্রকোপে ভেস্তে গেছে তার অনেক পরিকল্পনা, আমূল পরিবর্তন হয়েছে যাপিত জীবনের কর্মসূচির। তাকে নিয়ে লিখেছেন- রায়হান রহমান
নতুনধারা
  ৩০ জুলাই ২০২০, ০০:০০
সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া

বাইরে শ্রাবণের ধারা। আবহাওয়া অফিসের পূর্বাভাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করল মেঘ-বৃষ্টি। রৌদ্রের দেখাতো নেই, বরং রাজধানী ঢাকার বেশিরভাগ সড়ক সাময়িক পানিবন্দি অবস্থায় রয়েছে। সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রাখা বাঞ্ছনীয় হয়ে পড়েছে। ফলে মুখোমুখি বসে গরম চায়ে বিস্কুট ভিজিয়ে আড্ডা দেওয়া হলো না। মুঠোফোন-ই একমাত্র ভরসা। সাত-পাঁচ না ভেবে কল দেওয়া হলো অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়াকে। ওলেকাম টিউনের গান শেষ হওয়ার আগেই ওপাশ থেকে 'হ্যালো' বলে উঠলেন 'বিউটি সার্কাস' খ্যাত অভিনেত্রী। আছেন শুটিং সেটে। চলছে ঈদ নাটকের শেষ মুহূর্তের প্রস্তুতি। কাজের চাপ এতই বেশি, কয়েক মিনিট কথা হলো বিরতি দিয়ে দিয়ে।

'ঠিক আমার ঘাড়ের উপরেই নিঃশ্বাস নিচ্ছেন পরিচালক সাহেব। সেট রেডি, কেবল অ্যাকশন বলা বাকি (হাসি)। হঠাৎ করেই কাজের চাপ বেড়ে গেছে এমনটি নয়। বেশ কয়েকদিন ধরেই কাজ করছি। গত ঈদেও সাতটি নাটকে কাজ করেছিলাম। ওটা ছিল আরও বেশি চ্যালেঞ্জিং। শুটিং হয়েছিল নিজের বাসাতেই। তবে এবার শুটিং বাড়িতে কাজ হচ্ছে। দর্শকের কথা ভেবে, কাজ না করে ঘরে বসেও থাকতে পারি না।' -বললেন টয়া।

একই সঙ্গে সংসারটাও সামলাতে হচ্ছে তার। চলতি বছরের ২৮ ফেব্রম্নয়ারি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক অভিনেতা সৈয়দ জামান শাওনকে বিয়ে করেন টয়া। ক্যালেন্ডার ধরে হিসাব কষলে ছয় মাসের সংসার জীবন তাদের। বিয়ের পর প্রাথমিক হানিমুনটা সিলেটে কাটালেও পরিকল্পনা ছিল বিদেশ যাওয়ার। তবে করোনার প্রকোপে সে পরিকল্পনা ভেস্তে গেছে তাদের। তবে এতে একটুও অখুশি নন টয়া। টয়ার মতে, 'বিয়ের পরপরই একটা লম্বা ছুটি পেয়েছি। দুজন একসঙ্গে ঘাপটি মেরে ঘরে থাকা গেছে বেশ কিছুদিন। ব্যাপারটি মন্দও হয়নি।'

তবে প্রসঙ্গটা যেহেতু ঈদ, একটু হইচই না হলে চলে? কিন্তু এখানেও বাগড়া দিয়েছে করোনাভাইরাস। বিয়ের পর প্রথম ঈদটাই যে পার করতে হয়েছে মহামারির মধ্যে। তবে শাওন ও টয়ার পরিবারের মানুষের জন্য দিনটি ভালোভাবেই উদযাপন করা গেছে। স্বামীর কাছ থেকেও মিলেছে মোটা অংকের ঈদ সেলামি। আসছে ঈদেও তার ব্যতিক্রম হবে না বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

এবার আসি কাজের কথায়। গত ৯ জুন থেকে ঝুঁকি নিয়েই কাজ শুরু করেছেন তিনি। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে এখন নিয়মিত শুটিং করছেন টয়া। এরই মধ্যে অভিনয় করেছেন ডজনখানেক নাটকে। শুধু তাই নয়, ঈদুল আজহার একাধিক নাটকে স্বামী অভিনেতা সৈয়দ জামান শাওনের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন তিনি। এর মধ্যে একটি এসকে শুভ পরিচালিত 'পারমিশন' অন্যতম।

এই মুহূর্তে ঝুঁকি নিয়ে শুটিং করার বিষয়ে টয়ার ভাষ্য, 'যতটা না অর্থের জন্য কাজ করছি, তার চেয়ে বেশি দায়িত্ববোধ থেকে করছি। একটি শুটিং ইউনিটের সঙ্গে পরিচালক, ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, প্রডাক্টশন বয়সহ প্রায় ১০ থেকে ১৫ জন মানুষের উপার্জন জড়িত থাকে। শিল্পীর অভাবে অনেক নির্মাতা শুটিং করতে পারছেন না। ফলে এই মানুষের আয়ও বন্ধ হয়ে আছে। তাদের পরিবার সদস্যরাও সংকটে দিন কাটাচ্ছেন।'

তিনি আরো বলেন, 'এই বিষয়টি চিন্তা করে আমি এবং আমার স্বামী পরামর্শ করেই শুটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের একেবারেই উপার্জনের প্রয়োজন নেই, সেটাও বলব না। দেশের প্রেক্ষাপটে আমাদের শিল্পীদের প্রচুর অর্থ জমিয়ে রাখার সুযোগ নেই। নিয়মিত কাজ করে যে আয় হয়, তা দিয়েই আমাদের চলতে হয়। তাই দুইটা বিষয়ই মাথায় রেখে শুটিং করতে হচ্ছে।'

এসবের মাঝেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাকটিভ টয়া-শাওন। মাঝে মধ্যেই দুজন ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে আড্ডা দেন। সঙ্গে চলে তাদের খুনশুটিও। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বাজে বাজে মন্তব্যের শিকার হচ্ছেন এই দম্পত্তি। অনেকেই নেতিবাচকভাবে বলে তারকা দম্পত্তি বেশি দিন টিকে না। এসব মন্তব্যে যারপরনাই ক্ষেপে যান তিনি। টয়া বলেন, 'আলী যাকের ও সারা যাকের, দিপা খন্দকার ও সাহেদ কিংবা শহিদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকির মতো হাজারটা তারকা দম্পত্তি একসঙ্গে বছরের পর বছর সংসার করছেন। যদি তারকাদের সংসার না টিকতো তাহলে তাদেরটা টিকে আছে কীভাবে? সত্যি বলতে কি, আমাদের মানসিকতা পরিবর্তন দরকার। অন্যকে যা খুশি তাই বলে দিলাম, এটা ঠিক না। উচিত ও না।' এদিকে টয়া সম্প্রতি অংশ নিয়েছেন সরদার রোকন পরিচালিত 'বেসামাল' নাটকে। এতে তার বিপরীতে রয়েছেন ইরফান সাজ্জাদ। এছাড়া করোনার কারণে শুটিং বন্ধ হাওয়ার আগে মেহেদি হাসানের ওয়েব সিরিজ 'ইনফিনিটি'তে পুলিশের বিশেষ ফোর্সের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই দুইটি কাজ আসন্ন ঈদে প্রচারের কথা রয়েছে। এরই মধ্যে এই সিরিজের গান 'তোর বাপ' অবমুক্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<107461 and publish = 1 order by id desc limit 3' at line 1