শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোবটিক প্রতিযোগিতায় বাংলাদেশ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  ১৮ আগস্ট ২০১৮, ০০:০০

‘গেøাবাল চ্যালেঞ্জ’ শীষর্ক বাষির্ক আন্তজাির্তক রোবটিক প্রতিযোগিতায় অংশ নিতে মেক্সিকোতে যাচ্ছে বাংলাদেশের পঁাচ কিশোর-কিশোরী। এরা হলো- আনাহিতা আনোয়ারা, লালেহ নাজ বাগর্ম্যান হোসেন, আরমান খসরু, রাজিন আলী ও সুজয় মাহমুদ।

সম্প্রতি রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এরা জানালো তাদের প্রত্যয়ের কথা। তাদের তৈরি রোবটের কাযর্ক্রম প্রদশের্নর মাধ্যমে দেশের প্রযুক্তিগত উদ্ভাবন ও নতুন সম্ভাবনার কথা তারা আরেকবার জানান দিল।

প্রতিযোগীদের উপস্থিতিতে ওই প্রতিযোগিতা সম্পকের্ বিস্তারিত তুলে ধরতে টেক একাডেমি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে পৃষ্ঠপোষকতা করছে ব্র্যাক ব্যাংক, এপেক্স, বিকাশ ও মাইক্রোসফট। এ ছাড়া বাংলাদেশের এই পঁাচ প্রতিযোগীর সবাই তথ্যপ্রযুক্তিভিত্তিক সামাজিক উদ্যোগ টেক একাডেমির সঙ্গে সম্পৃক্ত।

আগামী ১৫ থেকে ১৮ আগস্ট মেক্সিকো সিটিতে অনুষ্ঠেয় এই আন্তজাির্তক রোবটিক প্রতিযোগিতায় এবার ১৮২টি দেশ অংশ নিচ্ছে। ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্য থেকে যারা প্রযুক্তির উদ্ভাবন ও বিকাশে অবদান রাখে, তাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। প্রতি বছর ভিন্ন ভাষা, সংস্কৃতি, ধমের্ বেড়ে ওঠা স্কুল পযাের্য় শিক্ষাথীের্দর সেতুবন্ধন গড়ে তুলতে প্রতিটি দেশ থেকে প্রতিযোগী নিবার্চন করে থাকে ‘ফাস্টর্ গেøাবাল’।

বাংলাদেশের এই টিমের মেন্টর হিসেবে সঙ্গে থাকবেন টেক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নিবার্হী কমর্কতার্ শামস জাবের।

সংবাদ সম্মেলনে জাবের জানান, এবারের রোবটিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং ১৪টি ‘গ্র্যান্ড চ্যালেঞ্জ’ চিহ্নিত করেছে। প্রতিযোগীরা এ সমস্যাগুলো সমাধানের পথ খুঁজবেন। এবারের প্রতিযোগিতার থিম ‘এনাজির্ ইমপ্যাক্ট’। প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছেÑ জ্বালানি শক্তির প্ল্যান্ট, নতুন জ্বালানি শক্তির সম্ভাবনা, সুসংহত শক্তিশালী ও টেকসই জ্বালানি সংবহন ব্যবস্থা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আনাহিতা আনোয়ারা তার অনুভ‚তি প্রকাশ করে বলে, ‘এ বছর আমরা অনেক বেশি পরিশ্রম করেছি। পড়াশোনার পাশাপাশি এ প্রতিযোগিতায় সাফল্যের জন্য অনেক সময় দিয়েছি। এইবার আমাদের প্রস্তুতি, প্ল্যানিং, ডিজাইন অনেক ভালো। ভালো করার ব্যাপারে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8347 and publish = 1 order by id desc limit 3' at line 1