logo
শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০১৯, ৫ আশ্বিন ১৪২৬

  বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক   ২০ এপ্রিল ২০১৯, ০০:০০  

জনপ্রিয় হয়ে উঠছে ভিডিও স্ট্রিমিং সেবা

জনপ্রিয় হয়ে উঠছে ভিডিও স্ট্রিমিং সেবা। যুক্তরাষ্ট্রের মোশন পিকচার অ্যাসোসিয়েশনের (এমপিএএ) এক জরিপে দেখা গেছে, গত বছরই ভিডিও স্ট্রিমিংয়ের সাবস্ক্রাইবার সংখ্যা কেবল টিভির গ্রাহক সংখ্যাকে ছাড়িয়ে গেছে। তবে রাজস্ব আয়ে এখনো কেবল অনেক এগিয়ে।

এমপিএএর জরিপ প্রতিবেদন অনুযায়ী, গত বছর অনলাইন ভিডিও সার্ভিস সাবস্ক্রাইবারের সংখ্যা আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৩৩ লাখে এবং প্রথমবারের মতো এক ধাক্কায় ১৩ কোটি ১২ লাখ নতুন সাবস্ক্রাইবার পেয়ে কেবল গ্রাহক সংখ্যাকে (বর্তমান ৫৫ কোটি ৬০ লাখ) ছাড়িয়ে গেল ভিডিও স্ট্রিমিং সেবা। নেটফ্লিক্স, হুলু, অ্যামাজন প্রাইম ও অন্যান্য ভিডিও স্ট্রিমিং সার্ভিস কোম্পানিগুলোর সাবস্ক্রাইবার যে কোনো কেবল অপারেটরের গ্রাহক সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

কেবল টিভির এত পেছনে পড়ে যাওয়ার আরেকটি কারণ উলেস্নখ করেছে এমপিএএ। দেখা গেছে, গত বছর কেবলের ২ শতাংশ গ্রাহক কমেছে। অর্থাৎ এ গ্রাহকরা ভিডিও স্ট্রিমিং সেবায় যুক্ত হয়েছে বলে ধারণা করা যায়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে