শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ্যাপ স্টোরে আকষর্ণীয় পণ্য

আল আমীন হোসন
  ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

বিশ্বজুড়ে অ্যাপ স্টোরে ১২২ কোটি ডলার ব্যয় করেছেন অ্যাপল ডিভাইস ব্যবহারকারীরা। এর মধ্যে শুধু ইংরেজি নববষের্র দিনই অ্যাপ স্টোরে ৩২ কোটি ২০ লাখ ডলার ব্যয় করেছেন গ্রাহকরা, যা এর আগে একদিনে অ্যাপল অ্যাপ স্টোরের বিক্রির রেকডর্ ভেঙেছে। খবর সিনেট। সম্প্রতি এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, বড়দিন থেকে নববষের্র ছুটির দিন পযর্ন্ত অ্যাপ স্টোর থেকে অ্যাপল মোট ১২২ কোটি ডলার আয় করেছে।

অ্যাপলের বৈশ্বিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার বলেন, অ্যাপ স্টোরে বিক্রির দিক থেকে গত ছুটির মৌসুম ছিল এ যাবৎকালের মধ্যে সবচেয়ে আকষর্ণীয়। আমরা আইওএস প্লাটফমের্র ডেভেলপারদের আকষর্ণীয় কাজ এবং বিশ্বজুড়ে গ্রাহকদের নিরলস সমথর্ন পেয়েছি। নতুন বছরজুড়ে আরও কিছু আকষর্ণীয় পণ্য উপহার দেয়ার চেষ্টা করছি। ২০১৮ সালজুড়ে অ্যাপলের আইফোন ব্যবসা বিভাগ খারাপ সময় পার করলেও অন্য বিভাগগুলোর ব্যবসায় উলম্ফন দেখা গেছে। বিশেষ করে, অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক, ক্লাউড সাভিের্সস ও অ্যাপল প্লে বিভাগ থেকে অ্যাপলের রাজস্ব প্রবৃদ্ধির আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32716 and publish = 1 order by id desc limit 3' at line 1