logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২০, ৩০ শ্রাবণ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০০  

আসছে বৈচিত্র্যময় স্মাটের্ফান

আসছে বৈচিত্র্যময় স্মাটের্ফান
টেকনো পপ ২ প্রো

একেবারে এন্ট্রি লেবেলের পপ সিরিজের তিনটি স্মাটের্ফান। সিরিজটি সম্প্রতি বাজারে ছেড়েছে ট্রান্সশান হোল্ডিংসের এই প্রতিষ্ঠান। পপ ২ প্রো, পপ ২ এবং পপ ২ পাওয়ার। স্মাটের্ফানগুলোর ডিজাইনের সাদৃশ্য থাকলেও শুধু এর ফিচারে কিছু পরিবতর্ন রয়েছে। পপ ২ প্রো ফোনে রয়েছে ৫.৫ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লে। যার রেজ্যুলেশন ৯৬০*৪৮০ পিক্সেল। সামনে ৮ মেগাপিক্সেল এবং পিছনে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট লকের ফোনটিতে রয়েছে এক জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ সুবিধা। যা মাইক্রো এসডির সঙ্গে বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ৮.১ ওপারেটিং সিস্টেমচালিত ফোনটিতে ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ হাজার ৫০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটির দাম ৬ হাজার ৯৯০ টাকা।

হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯

স্মাটের্ফানের বাজারে ২০১৮ সালে তাক লাগিয়ে দেয়া উন্নতি করেছে চীনা ব্র্যান্ড হুয়াওয়ে। গত বছরের একেবারে শেষে দেশের বাজারে হুয়াওয়ে এনেছে ওয়াই নাইনের ২০১৯ সংস্করণ। মধ্যম সারির ফোনটি ইতোমধ্যে বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি। বছরের শুরুতে ডিজাইনে নতুনত্ব থাকায় ফোনটি সবার নজর কাড়বে। ফোনটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ হুয়াওয়ের নিজস্ব কিরিন ৭১০ অক্টাকোর চিপসেট। এতে রয়েছে নচ যুক্ত ৬ দশমিক ৫ ইঞ্চি ফুলভিউ ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১০৮০*২৩৪০ মেগাপিক্সেল। ব্যাকআপের জন্য আছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটির র‌্যাম ৪ জিবি ও রম ৬৪ জিবি। ডুয়েল সিমের ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ওরিও ৮.১। ফোনটির পেছনে রয়েছে ১৩ ও ২ মেগা পিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। সামনে রয়েছে ১৬ ও ২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দেশে ফোনটির দাম ২২ হাজার ৯৯০ টাকা।

য় শুভ্র আহমেদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে