শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলোচনায় ছিল যেসব স্মাটের্ফান

ছবি ঘোষ
  ০৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

২০১৮ সালের স্মাটের্ফানের বাজার পযাের্লাচনা করলে দেখা যাবে বেশ কয়েকটি ব্র্যান্ডের স্মাটের্ফান জনপ্রিয় হয়েছিল। এর মধ্যে অ্যাপল, স্যামসাং ও গুগলের তিনটি ফোন বেশি জনপ্রিয় হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে আইফোন এক্সআর, গ্যালাক্সি এস ৯, ও পিক্সেল ৩ ফোনটি জনপ্রিয় হয়েছিল।

অবশ্য ফোনের জনপ্রিয়তা, বাজারে আসার পরিমাণ, এর ক্যামেরাসহ যন্ত্রাংশের মান বিবেচনা ধরলে প্রিমিয়াম ফোনের বাজারে স্যামসাং, অ্যাপল ও হুয়াওয়ে প্রাধান্য পেয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে শীষর্স্থান ধরে রেখেছে স্যামসাং ও তিনে থাকা অ্যাপলের ফোন বিক্রি কমেছে। তবে উদ্ভাবনী বৈশিষ্ট্যের দিক থেকে চীনা ব্র্যান্ড অপো ও ভিভো চমক দেখিয়েছে। ২০১৯ সালেও স্মাটের্ফানের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে প্রতিযোগিতা বাড়তে দেখা যাবে। নতুন বছরে ৫জি নেটওয়াকর্ সমথির্ত ফোন আনবে স্যামসাং, এলজি ও ওয়ানপ্লাস। এ ছাড়া নতুন বছরে ভঁাজ করা ফোনের দেখা মিলতে পারে।

২০১৮ সালে সিনেটের দৃষ্টিতে সেরা ফোনের তালিকা :

ক্যামেরায় সেরা : গুগল পিক্সেল ৩

দামের দিকে সেরা আইফোন : এক্সআর মডেল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য: গ্যালাক্সি নোট ৯

মিডরেঞ্জের সেরা : ওয়ানপ্লাস ৬টি

সেরা সাশ্রয়ী ফোন : মটো জি৬

শক্তিশালী ও সেরা নকশা : হুয়াওয়ে মেট ২০ প্রো

অলরাউন্ডার: এলজি ভি৪০ থিংককিউ

২০১৮ সালের সেরা উদ্ভাবনী ফোন

নকশা ও পেছনে তিন ক্যামেরা : হুয়াওয়ে পি২০ প্রো

পপ আপ ক্যামেরা মডিউল : অপো ফাইন্ড এক্স

প্রথম ইনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট রিডার : ভিভো এক্স ২১

গেমিং ফোন : রেজার ফোন ২

মুভি নিমাের্ণ : রেড হাইড্রোজেন ওয়ান

ফোনের বাজারে বিজয়ী যারা

অ্যাপল : আইফোন বিক্রি থেকে ব্যাপক মুনাফা করায় ট্রিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয় অ্যাপল।

ওয়ানপ্লাস : যুক্তরাষ্ট্রের বাজারে টি-মোবাইলের সঙ্গে চুক্তি হওয়ায় ফোন বিক্রি ২৪৯ শতাংশ বেড়েছে।

স্যামসাং : বিশ্বের স্মাটের্ফান বাজারের শীষর্স্থান ধরে রেখেছে স্যামসাং।

হুয়াওয়ে : অ্যাপলকে হটিয়ে স্মাটের্ফান বাজারের দ্বিতীয় স্থানে উঠে এসেছে হুয়াওয়ে।

বঁাধা পেল যারা :

হুয়াওয়ে : যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধের ধাক্কায় বড় ধাক্কা খেয়েছে চীনের প্রযুক্তিপণ্য নিমার্তা প্রতিষ্ঠানটি।

জেডটিই : মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেডটিইর ব্যবসার ওপর নিষেধাজ্ঞা জারি করায় বিপদে পড়ে জেডটিই।

পাম : স্মাটের্ফান বাজারে সাড়ম্বরে ফেরার ঘোষণা দিলেও দামি এক ডিভাইস আনায় বাজার ধরতে পারেনি প্রতিষ্ঠানটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<30514 and publish = 1 order by id desc limit 3' at line 1