মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রবিশপে পাওয়া যাচ্ছে ইউমিডিজি

মাহি খান
  ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

দেশের বাজারে উন্মোচন হয়েছে ইউমিডিজি ব্র্যান্ডের নতুন দুই স্মাটের্ফান। ইউমিডিজি ‘ওয়ান’ এবং ‘ওয়ান প্রো’ নামের ফোন দুটির প্রিবুক করা যাচ্ছে রবিশপে।

রোববার রাজধানীর ধানমÐিতে ফোন দুটির উন্মোচন করা হয়। উন্মোচন অনুষ্ঠানে প্রিবুকে গ্রাহকদের জন্য অফার ঘোষণা করে ইউমিডিজি ও রবি।

ইউমিডিজি বাংলাদেশের প্রধান নিবার্হী কমর্কতার্ এবিএম ওবায়দুল্লাহ বলেন, ‘নতুন প্রযুক্তির প্রতি তরুণের বরাবর আগ্রহ থাকে। সাইড ফিঙ্গারপ্রিন্ট, দ্রæতগতির ওয়?্যারলেস চাজার্র এবং এনএফসি সুবিধাসহ মাঝারি বাজেটের ফোন ইউমিডিজি ওয়ান সিরিজ। গ্রাহকদের চাহিদার ওপর নিভর্র করে ডিভাইস দুটি বাজারে আনা হয়েছে।’

রবিশপের হেড অব সোসির্ং অ্যান্ড পাটর্নার আদনান ফিরোজ বলেন, ‘সারা বাংলাদেশে টেলিকম অপারেটর রবির রয়েছে ৪.৫জি দ্রæতগতির নেটওয়াকর্। ইউমিডিজির নতুন ফোরজি স্মাটের্ফানগুলো পাওয়া যাবে রবির প্রিমিয়াম অনলাইন শপ রবিশপে।’

ইউমিডিজি ‘ওয়ান’ এবং ‘ওয়ান প্রো’- উভয় ফোনে রয়েছে ৪ জিবি র‌্যাম, ৫.৯ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ৪ডি কাভর্ গøাস বডি, ১.৫ গিগাহাজর্ হেলিও অক্টা কোর পি২৩ ফোরএক্স কটের্ক্স-এ৫৩ চিপসেটের প্রসেসর, ২৫৬ জিবি পযর্ন্ত মেমোরি কাডর্ সাপোটর্, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফোরজি, বøুটুথ, ফাস্ট চাজির্ং সুবিধা। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে স্টক অ্যান্ড্রয়েড ৮.১।

উভয় ফোনে ছবি তোলার জন্য পিছনে রয়েছে ১২ ও ৫ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ও ফ্ল্যাশ। রয়েছে প্যানারোমা, ফেস রিকগনিশেন ও রিয়েলটাইম ফিল্টার ফিচার। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে এফ/২.০ অ্যাপারচারসহ ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ভিডিও রেকডর্ করা যাবে ১০৮০ ও ৭২০ পিক্সেল রেজুলেশনে।

ইউমিডিজি ওয়ান ফোনের ইন্টারনাল মেমোরি ৩২ জিবি এবং ব্যাটারি ৩৫৫০ মিলিঅ্যাম্পিয়ার। ওয়ান প্রো ফোনের ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি এবং ব্যাটারি ৩২৫০ মিলিঅ্যাম্পিয়ার।

ওয়ান ফোনের দাম ১৫ হাজার ৯৯০ টাকা এবং ওয়ান প্রো ফোনের দাম পড়বে ১৯ হাজার ৯৯০ টাকা। রবিশপ থেকে প্রিবুক করলে ওয়ান ফোনের সঙ্গে পাওয়া যাবে একটি ব্যাকপ্যাক, টিশাটর্ এবং রবির ডেটা প্যাকেজ। ওয়ান প্রো ফোনে পাওয়া যাবে ওয়্যারলেস চাজার্র, টিশাটর্ এবং রবির ডেটা বান্ডেল। প্রিবুক করা যাবে যঃঃঢ়ং://ৎড়নরংযড়ঢ়.পড়স.নফ/সড়নরষব-ঢ়যড়হবং/ঁসরফরমর.যঃসষ ঠিকানা থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18345 and publish = 1 order by id desc limit 3' at line 1