logo
সোমবার ১৭ জুন, ২০১৯, ৩ আষাঢ় ১৪২৬

  য়বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক   ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

অ্যান্ড্রয়েড মোবাইলে ম্যালওয়্যার

অ্যান্ড্রয়েড মোবাইলে  ম্যালওয়্যার
হ্যাকার ও দুবৃর্ত্তদের জন্য স্মাটের্ফান ও ট্যাবলেট কম্পিউটার হয়ে উঠেছে নতুন সাইবার যুদ্ধক্ষেত্র। এ বছরের প্রথমাধের্র তথ্য নিয়ে নকিয়ার থ্রেট ইনটেলিজেন্স রিপোটের্ এ তথ্য জানানো হয়েছে। এ প্রতিবেদন প্রকাশ করে নকিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পযর্ন্ত মোবাইলে ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রামের আক্রমণ ৯৬ শতাংশ বেড়েছে।

বিশ্বজুড়ে ১০ কোটির বেশি মোবাইল ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে নকিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইলে ম্যালওয়্যার ছড়িয়েছে বেশি। ৭৪ শতাংশ ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড লক্ষ্য করে তৈরি। আইওএস প্ল্যাটফমের্ ৪ শতাংশ ম্যালওয়্যার পাওয়া গেছে।

নকিয়ার থ্রেট ইনটেলিজেন্স ল্যাবের প্রধান কেভিন ম্যাকনামি বলেন, এখনকার সাইবার দুবৃর্ত্তরা বিস্তৃত অ্যাপ্লিকেশন ও প্ল্যাটফমর্ লক্ষ্য করে আক্রমণ করছে। এর মধ্যে রয়েছে জনপ্রিয় মোবাইল গেম ও নতুন ইন্টারনেট সংযুক্ত ডিভাইসগুলো। এসব প্ল্যাটফমের্র জন্য জটিল ও ধ্বংসাত্মক ম্যালওয়্যার তৈরি করছে তারা।

বিশেষজ্ঞরা অপরিচিত উৎস থেকে অ্যাপ ডাউনলোড ও যেখানে সেখানে পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের সতকর্ থাকার পরামশর্ দিয়েছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে