শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসি ব্যবহারের আদ্যোপান্ত

রঙ বেরঙ ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

সাধারণত বাসাবাড়ি এবং অফিসের এসিতে আমরা সবাই কুল মোড ব্যবহার করে থাকি। কুল মোডকে বলা হয় এসির ডিফল্ট মোড। এই মোডে এসি চালালে তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ব্যবহারের ওপর নির্ভর করে আপনি কতটা বিদু্যৎ সাশ্রয় করতে পারবেন। এই মোডের আদর্শ তাপমাত্রা হলো ২৫ ডিগ্রি সেলসিয়াস। ২৫ ডিগ্রি সেলসিয়াসে এসি চালালে এসির কম্প্রেসারে কম চাপ পড়ে এবং বিদু্যৎ সাশ্রয় হয়।

ফ্যান মোড: এই মোডে এসির কম্প্রেসার বন্ধ থাকে এবং ভেতরকার ফ্যান অনবরত ঘুরে বাতাস তৈরি করে। কম্প্রেসার বন্ধ থাকার কারণে এই মোডে এসি চালালে ঠান্ডা বাতাস বের হয় না এই জন্য বিদু্যৎ সাশ্রয় হয় সব থেকে বেশি।

ড্রাই মোড : বছরের কিছু কিছু সময় আর্দ্রতা বেশি থাকার কারণে তাপমাত্রা কম থাকলেও ভ্যাপসা গরম অনুভূত হয়। সমুদ্রের আশপাশের এলাকাগুলোতে আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে এবং শুধু এই আর্দ্রতার কারণে এসি চালিয়েও স্বস্তির পরশ মেলে না। ড্রাই মোড বাতাসের অতিরিক্ত আর্দ্রতা দূর করে কিছুটা স্বস্তি এনে দেয়। এই মোডে বাতাস থেকে অতিরিক্ত আর্দ্রতা দূর করে দেয়ার জন্য এসির ফ্যানের গতিবেগ কম থাকে এবং কম্প্রেসার কিছু সময়ের জন্য চালু থাকে। এতে আপনার ঘর একেবারে ঠান্ডা হয়ে যায় না আবার গরমও থাকে না। ফ্যান মোডের পাশাপাশি বিদু্যৎ সাশ্রয়ের জন্য আরেকটি ভালো উপায় হচ্ছে ড্রাই মোড। তবে মনে রাখতে হবে ড্রাই মোড বাতাসকে একেবারে শুকিয়ে ফেলে না বরং যতটুকু আর্দ্রতা কমলে শরীরে আরাম হয় ঠিক ততটুকু আর্দ্রতা কমিয়ে ফেলে।

কুইক কুল মোড : এসির আদর্শ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। এখন যে মোডের কথা বলব, এতে বিদু্যতের ব্যবহার হয় সবচেয়ে বেশি। ঘরের তাপমাত্রা যদি ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি হয় তখন দ্রম্নত ঘর ঠান্ডা করার জন্য এই মোড ব্যবহার করা হয়ে থাকে। কুইক কুল মোডে ১৬-১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চলে এবং কিছুক্ষণের মধ্যে ঘরের তাপমাত্রাকে কমিয়ে আনতে সাহায্য করে। যদিও ঘরের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে আনতে কুল মোড এবং কুইক কুল মোড মোটামুটি একই সময় নেয়। কিন্তু কুইক কুল মোডে ঘরের তাপমাত্রা ২৫ ডিগ্রিতে পৌঁছেও অনবরত কমতে থাকে সেই সঙ্গে ফ্যান খুব দ্রম্নত ঘোরে আর কম্প্রেসার সবচেয়ে বেশি সময় ধরে কাজ করে।

স্স্নিপ মোড: রাতে এসি চালিয়ে ঘুমিয়ে গেলে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। স্স্নিপ মোডে এসি চললে প্রতি ঘণ্টায় এসির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়ে। এতে ঘুমানোর সময় অনেক বেশি ঠান্ডাও লাগে আবার ঘুম থেকে উঠে শরীর একেবারে ঠান্ডা হয়ে থাকে না। বিদু্যৎ সাশ্রয়ের জন্য স্স্নিপ মোডও বেশ ভালো কাজ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<64818 and publish = 1 order by id desc limit 3' at line 1