শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ত্বক থাকুক মসৃণ

রঙ বেরঙ ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

কনুই ও হঁাটুর ত্বক শরীরের অন্যান্য অংশের ত্বকের তুলনার কিছুটা মোটা ও রুক্ষ হয়। তার ওপরে ঘষা লেগে সেখানকার ত্বক আরও বেশি খসখসে হয়ে যায়। ঠিকমতো পরিষ্কার না রাখলে অনেক বেশি কালো হয়ে যায়। কীভাবে কনুই ও হঁাটুর ত্বকের কালচে ভাব দূর করে ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখা যায়।

রূপ বিশেষজ্ঞ তানিয়া রহমান বলেন, আদ্রর্তার অভাবে ত্বক কালো হয়ে যেতে পারে। এ জন্য নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে সহজেই ত্বকের আদ্রর্তা ধরে রাখা যায়। পাশাপাশি ত্বকে নিয়মিত স্ক্র্যাবিংয়ের পরামশর্ও দেন তিনি।

নানা উপাদান দিয়ে কনুই ও হঁাটুর ত্বকের যতেœর নিয়ম জেনে নিন।

তেলের সাহায্যে : প্রতি রাতে ঘুমের আগে কিছুক্ষণ হঁাটু ও কনুইয়ে সরিষার তেল মালিশ করা যেতে পারে। এটি ত্বক কোমল রাখে এবং বিøচের কাজও করে। সমপরিমাণ সরিষার তেল, তিলের তেল ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে মালিশ করলে ত্বক মসৃণ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36985 and publish = 1 order by id desc limit 3' at line 1