শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ত্বকই সৌন্দযের্র মূল কথা

এম এম মুজাহিদ উদ্দীন
  ১৫ জুলাই ২০১৮, ০০:০০
মডেল : নেহা

পরিষ্কার ঝকঝকে দাগমুক্ত ত্বকই সৌন্দযের্র মূল কথা। আর এই চেহারা সুন্দর করতে সবচেয়ে বড় ভ‚মিকা অবশ্যই ব্রণমুক্ত, নিখুঁত ও উজ্জ্বল ত্বক। আজকাল যেন সবারই ত্বকেই কমবেশি সমস্যা আছেই। সুন্দর, নিখুঁত ত্বক পাওয়াটা যেন একটা অলীক ব্যাপার। আসলে এই ব্যাপারটার জন্য দায়ী আমাদের ভুল লাইফস্টাইল এবং আরও কিছু বদভ্যাস। নিখুঁত সুন্দর ত্বক পাওয়া এমন কোনো কঠিন কাজ নয় যদি প্রতিদিন মেনে চলা যায় কিছু সাধারণ নিয়মÑ

১. প্রচুর পানি পান করুন। সুন্দর ত্বক পেতে পানির বিকল্প নেই।

২. প্রতিদিন নিয়ম করে গোসল করুন। শরীর থেকে দূষিত উপাদান সরিয়ে ফেলতে এর বিকল্প নেই। গোসল এক কাজ যেটা না করলে ত্বক অসুন্দর হয়ে পড়াটা নিশ্চিত।

৩. সাবান জিনিসটাকে পরিহার করুন। সাবান এমনিতেই ত্বকের প্রতি ককর্শ। আর বাজারের এর শত কৃত্রিম রং দেয়া সাবান তো ত্বকের সবর্নাশ ডেকে আনে।

৪. মুখ ও শরীরের ত্বক নিয়মিত স্ক্রাবিং করুন, এতে মরা কোষ ঝরে গিয়ে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। স্ক্রাবিং করতে ব্যবহার করুন প্রাকৃতিক উপাদান। যেমন চালের গুঁড়ি, কফি, চিনি ইত্যাদি।

৫. শরীরের বিভিন্ন অঙ্গ পরিষ্কারের জন্য অবশ্যই বাথ স্পঞ্জ ব্যবহার করুন।

৬. মুখ ধোয়ার জন্য খুবই ভালো দেখে ফেসওয়াশ ব্যবহার করুন। প্রাকৃতিক ফেসওয়াশ ব্যবহার করতে চাইলে বেসন ও কঁাচা দুধ মিশিয়ে ব্যবহার করতে পারেন।

৭. এ ছাড়া দিনে ২-৩ বার মুখ ধুয়ে নেবেন কেবল সাধারণ পানি দিয়ে। যখনই নিজেকে নোংরা মনে হবে, চট করে মুখ ধুয়ে একদম পরিষ্কার তোয়ালে বা টিস্যু দিয়ে মুছে নেবেন। ত্বক শুষ্ক হলে ময়েশ্চারাইজারও লাগিয়ে নিতে পারেন।

৮. মেকআপ করার অভ্যাস থাকলে সেটা অবশ্যই নিয়মিত পরিষ্কার করবেন। মেকআপ কখনই মুখে বেশিক্ষণ রাখবেন না।

৯. রাতের বেলার একটি রুটিন মেনে চলুন। ত্বক খুব ভালো করে পরিষ্কার করে নাইট ক্রিম ম্যাসাজ করুন। শরীরের অন্য স্থানেও ভালো করে ময়েশ্চারাইজার লাগান।

১০. মাথায় খুশকির সমস্যা থাকলে সেটা দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। সবচেয়ে ভালো হয় ডাক্তার দেখিয়ে নিলে। খুশকি মুখের ত্বকও নষ্ট করে।

১১. কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সেটাই অবিলম্বে দূর করুন।

১২. ত্বকের জন্য কখনই সস্তা পণ্য ব্যবহার করবেন না। মাঝেমধ্যে ত্বককে বিশ্রাম দিন। রোদে পুড়বেন না, মেকআপ ব্যবহার করবেন না, ঘরে থেকে আরাম করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3590 and publish = 1 order by id desc limit 3' at line 1