logo
বৃহস্পতিবার ১৩ ডিসেম্বর, ২০১৮, ২৯ অগ্রহায়ণ ১৪২৪

  নন্দিনী ডেস্ক   ০৮ অক্টোবর ২০১৮, ০০:০০  

দুযোর্গ ঝুঁকিহ্রাসে নারীর ভূমিকা অস্বীকৃতই থাকে

দেশে প্রাকৃতিক দুযোর্গ-পরবতীর্ সময়ের ঝুঁকি মোকাবেলায় নারীর ভূমিকা থাকে অগ্রভাগে। কিন্তু দুযোের্গ নারী ও বালিকাদের নাজুক হিসেবে উপস্থাপনের কারণে তাদের এসব ভূমিকা অস্বীকৃতই থেকে যায়। জাতিসংঘের আইএসডিআর কতৃর্ক হিউগো ফ্রেমওয়াকর্ ফর অ্যাকশনের এশিয়া অঞ্চলভিত্তিক সমন্বিত প্রতিবেদনে সরকারের দেয়া তথ্যে দুযোর্গ ব্যবস্থাপনায় নারীদের ভূমিকা অন্তভুর্ক্ত করা হয়নি। দুযোর্গ নারী ও পুরুষকে একই সঙ্গে আক্রান্ত করলেও পরবতীের্ত তার প্রশমনের দায়িত্ব বতার্য় নারীদের ওপরেই। তারা তাদের বুদ্ধিমত্তা ও উদ্ভাবনীশক্তি দিয়ে এই কাজ করে। এক্ষেত্রে তাদের অবদান গবেষণার মাধ্যমে প্রমাণিত হলেও তার স্বীকৃতি মেলে না কখনও।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে