logo
শনিবার, ০৪ জুলাই ২০২০, ২০ আষাঢ় ১৪২৬

  সুইট জামান   ০৮ এপ্রিল ২০১৯, ০০:০০  

ভ্রমণের সময় সতর্কে থাকা

সহজ, সস্তা ও আরামদায়ক ভ্রমণের জন্য জাহাজ ছাড়া আর কোনো ভালো উপায় নেই। যাত্রাপথেও ধুলো থেকে রেহাই, বাড়তি হিসেবে পাবেন খোলা প্রকৃতি আর নদীর চমৎকার হাওয়াও মেলে নৌপথে। তবে শুধু নৌভ্রমণে গেলে কিছু বিষয়ে একটু মনোযোগ রাখা দরকার। নয়তো আপনার সামান্য ভুলের জন্য বড় মাশুল গুণতে হতে পারে। জাহাজ ভ্রমণের পূর্বে কিছু বিষয় অনুসরণ করা উচিত।যে জায়গায় যেতে চাচ্ছেন, সেটি সম্বন্ধে ভালোভাবে খোঁজখবর নিন। অনলাইনে চেক করে দেখতে পারেন। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার বিবরণ পেলে সেদিকে না যাওয়াই ভালো।

সঙ্গে রাখতে পারেন দরকারি কিছু ওষুধ। অনেকের ঢেউয়ে সমস্যা হয়। এ ছাড়া পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি রেখে দিন।

যতই ভালো সাঁতারু হোন না কেন, নৌকা থামিয়ে সাঁতরানোর শখটা বিসর্জন দিলেই ভালো করবেন। সাঁতার না জানলে ভুলেও এ কাজ করবেন না।

যদি বন্ধুরা মিলে বেড়াতে যান, সে ক্ষেত্রে আপনাদের সংখ্যা বুঝে নৌকা বা যান বাছাই করুন। কখনোই চাপাচাপি করে বা লোকে বোঝাই হয়ে কোনো নৌযানে উঠবেন না।

নদীপথে ভ্রমণে বাড়তি মনোযোগ দেয়া দরকার অবশ্যই। তাই সতর্ক থেকে নিরাপদে বাড়ি ফেরাই কাম্য।

কষ্ট করে হলেও নিজ দায়িত্বে টিকেটের ব্যবস্থা করুন। লঞ্চে বা স্টিমারে যেটাতেই চড়ুন না কেন, সেটার ফিটনেস দেখে নিন। জেনে নিন এতে লাইফ জ্যাকেটের পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা। ভুলেও দালালের খপ্পরে পড়বেন না।

সঙ্গে লাগেজ যদি বেশি থাকে তাহলে একটা কেবিন ভাড়া নেয়া ভালো। আপনি কেবিনে থাকুন আর না থাকুন, আপনার মালামাল নিয়ে বাড়তি চিন্তা করতে হচ্ছে না।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে