logo
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৬

  আনোয়ার কামাল   ২০ মার্চ ২০২০, ০০:০০  

কোয়ারেন্টাইনে বন্দি প্রেম

স্তনে মুখ লুকাবো না- ঠোঁটে ঠোঁট আর না

কোয়ারেন্টাইনে বন্দি প্রেম করোনা যুগে-

না। এই অবরুদ্ধ ধরণিতে না কোনো প্রেম না কোনো ছোঁয়াছুঁয়ি

তোমার সাথে প্রেম- ব্যাংক লকারে তুলে রেখেছি

বছরান্তে সঞ্চিত প্রেমে সুদাসল বেরিয়ে আসবে।

আমরা আবার প্রেমের নাও ভাসাবো- করোনা যুগ ভেদ করে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে