logo
সোমবার, ০৬ জুলাই ২০২০, ২২ আষাঢ় ১৪২৬

  রেবেকা ইসলাম   ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০  

মন খারাপের রাত

যখন ভিড় করে রেণুমাখা সোনালি রোদ

খোলা কলসের মৃদুমন্দ জলে,

তখন ফড়িংয়ের ডানায় নেমে আসে রৌদ্রবিকেল,

হাতছানি দেয় শত শত পিঙ্গল পথ

চকমকি আলোয় মূঢ় হয়ে যায় তিতিরের ঠোঁট,

পায়ে পায়ে সন্ধ্যা এসে পড়ে প্রদীপ হাতে

লক্ষ্য নক্ষত্রের সাথী হতে,

ঘুমে ঢুলু ঢুলু চোখের ফ্রেমে, স্মৃতির নিউরনে

সেই একঘেঁয়েমি সুর,

মন খারাপের রাত গভীর থেকে গভীরতর হয়

তীরভাঙা নদীর মতো বয়ে চলে

পিছু ফেরে না, থামতেই চায় না,

এ বুক মরুভূমি হয়ে যায়

শব্দরা বিমূর্ত হয়ে ভেসে বেড়ায়,

আর এই ডানা ছেঁড়া মন একাকী হয়ে

চলে যায় সুদূরে নির্বাসনে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে