শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রিয় বাংলাদেশ

জোবায়ের মিলন
  ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০

তোমার মৌন ঠোঁটে আমি দেখি খেলা করে

হেমন্ত বিকাল,

বাতাসে শিশিরের ফোঁটার গন্ধ,

দৌড়ে বেড়ায় ঘাসে-ভরা

আল-পথ ধরে;

যেদিকে তাকাই সেদিকেই ভেসে ওঠে

অঘ্রাণের আমন-আউশ।

নবান্ন আবহে দেখি- তুমি জড়িয়ে রয়েছ

ভাপা পিঠার গরম ধোঁয়ায়, চিতইয়ের সাথে

সরিষা ভর্তার স্বাদে, ফিরনি পায়েসে।

শীতের আগাম দোল, তার ভেতর তোমাকে দেখি

কুয়াশার স্নিন্ধ ছোঁয়ায়;

কৃষকের নিশ্চিন্ত ভ্রম্ন-রেখায় তুমি থাক মিশে,

কৃষানির সমস্ত আয়োজনে আর নবান্ন উৎসবে

তোমাকে পাই হেমন্তীয় বিন্যাসে। তুমি আমার

চিরায়ত গ্রাম্য স্বজন- প্রিয় বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<74590 and publish = 1 order by id desc limit 3' at line 1