logo
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৬

  কামরুল আলম কিরণ   ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০  

ও মেয়ে তুই দুঃখ চিনিস?

আমায় নাকি ভালোবাসিস

ও মেয়ে তুই দুঃখ চিনিস?

\হবল্‌ দেখি তুই ফুল দোকানে

ফুল রেখে কি কাঁটা কিনিস?

\হআমায় নাকি ভালোবাসিস

দু'চোখে তোর দুঃখ নদী?

\হআমার মতো গহিন গাঙে

\হছুটে চলিস নিরবধি?

আমায় ভালোবাসতে যে চাস

\হনির্ঘুম তোর কাটে কি রাত?

ঘুম পেলেও উঠিস জেগে

আমায় ভেবে কেঁদে হঠাৎ?

এমনকি হয়?

নিশ্বাসে তোর নামটি আমার

জপতে থাকিস, সকাল সাঁজে

সকল কাজে মনে কি অই ছবি আঁকিস?

বলতে পারি, এমন হলে

তুই আমাকে ভালোবাসিস,

কথা দিলাম, বাসবো ভালো

এক বিকেলে কাছে আসিছ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে