বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খোঁজাই তোমার নিয়তি

নতুনধারা
  ০৪ অক্টোবর ২০১৯, ০০:০০

আরিফ মঈনুদ্দীন

তুমি তাকে খুঁজছো-খোঁজাই তোমার নিয়তি

খুঁজেই সব পেতে হয়-না খুঁজলে নাই-নিঃস্ব তুমি

এই দৈন্যতা সবাই ঘুচাতে চায়,

ধনী হতে তথাকথিত ধন লাগে না-সেই নির্ধনরাই ধনী

যে যা চায়-তা যদি সে পায়

তাকে তুমি খুঁজছো আকাশের দিকে তাকাও

তাকে তুমি খুঁজছো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের কাছে যাও

তাকে তুমি খুঁজছো সাগরের কাছে যাও

হাত দিয়ে ছুঁয়ে দাও সাগরের জল-

এত কাছে তুমি আর কাকে পাবে

স্রষ্টার বড়ত্ব দেখার এই সুযোগ, বড়ত্ব ছুঁয়ে দেওয়ার

এই অনুভূতি তুমি আর কোথাও পাবে না

যখনই তুমি তার দেখা পাবে-

মুহূর্তেই তোমার দৈন্যতা ঘুচে যাবে।

কে বলেছে তুমি নিঃস্ব-তুমিই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী

আরেকটু এগিয়ে তুমি নিজের কাছে এসো

তাকে আর খুঁজতে হবে না-

নিজের ভেতর পরিভ্রমণ করলেই দেখা পাবে তার

বিদায় নিবে চিরদিনের দারিদ্র্য তোমার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<69466 and publish = 1 order by id desc limit 3' at line 1