logo
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ২৭ অগ্রহায়ণ ১৪২৬

  নুশরাত রুমু   ০৯ আগস্ট ২০১৯, ০০:০০  

ময়ূরী মন

সুখ আবেগী অজানা সম্বোধনে

\হআজ রূপস্নুত হৃদয়ের পাল,

উন্মুখ সময়ে বাসনার একাত্মে

একি প্রেম অনুরণন!

চনমনে বিকেলে ভাস্বর সূর্যের উঁকিতে

উপচে পড়া সূচনা,

বিশুদ্ধ স্রোতে কোকিল সুর ভাজে

\হফাগুনের সোহাগী বাতাস

আশার দোলাচলে কৃষ্ণচূড়া রঙে

\হভেসে চলে অপ্রতিরোধ্য ময়ূরী মন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে