logo
বুধবার, ০৩ জুন ২০২০, ২০ জ্যৈষ্ঠ ১৪২৬

  হাফিজ উদ্দীন আহমদ   ০৯ আগস্ট ২০১৯, ০০:০০  

ঋতুবতী

বুকের খাতায় লেখা কবিতা সবি

মিষ্টি বিকেলের রোদে বন্দি থাকে

মুক্ত করে কিছু মাঝে মাঝে কবি

বাকি যারা অন্ধকারে ঘুমায় সেথায়

সে ঘুম ভেঙে যায় বৃষ্টি এলে

নীল জ্যোৎস্নাতে ডানা মেলে ভাসে

্‌বর্ষার কদম হাতে কভু কথা বলে

সে কথা বোঝে না কেউ এক কবি ছাড়া

শৈল প্রপাত হয়ে পেয়ে যায় গতি

কতকাল থেকে ছিল বাসনা চেপে

জানেনা কবিও, কবে হলো ঋতুবতী।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে