বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হঠাৎ বৃষ্টি এলো

মাহমুদুজ্জামান জামী
  ১২ জুলাই ২০১৯, ০০:০০

একটু আগের রোদ কোথায় চলে গেল।

এখন চারিদিকে বৃষ্টির শব্দ শুধু,

তীব্র গরমে আবারও প্রশান্তি নিয়ে এলো-

\হ-বৃষ্টি; বৃষ্টি যেন

কবেকার সন্ধ্যার মতো

\হমনে চঞ্চল প্রবাহ,

জানালায় গোলাপের কাছে

বৃষ্টির প্রভূত সংবাদ

হৃদয়ের অভোলন পঙ্‌ক্তি হয়েছে,

আজ বৃষ্টির দিনে

পথ-ঘাট খালি পড়ে আছে;

মানুষের আনাগোনা নেই সেরকম;

শুধু বৃষ্টির প্রশান্তি নিয়ে

ঘরে অলস বসে থাকবার

কিছু অবসর যেন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<57728 and publish = 1 order by id desc limit 3' at line 1