শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরাণবতী

রকিবুল হাসান
  ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

আমি দেবতীকে বললাম- তোমার মেঘলা চুলে একদিন

বেণি করো দুটো- বেণিতে জড়িয়ে নিও বেলি ফুলমালা

ছড়ানো থাকবে বুকের কার্নিশে যেন শুভ্রতার ভাঙা মেঘ।

আরো বললাম- মৃত্তিকা শরীরে তুমি পরবে মিহিন ছন্দের

শাদা শাড়ি- পাড়টা হতে হবে লাল- তৃষ্ণায় জাগো পরাণবতী

দেবতীর চোখে এক মেঘ জল- কোনো কথা না কয়ে ফিরে যায়

নিজের নগরে- আমি জেগে থাকি ভুলের কবরে আজন্ম আঁধারে

দেবতীকে খুব করে বলতে ইচ্ছে করে- যে তুমি চলে গেলে

সে- তুমি কতটুকু গেলে- নাকি সমুদ্র- কান্নায় ফিরে আসার ঢেউয়ে

বুকে আমার আছড়ে পড়া- উজানের স্রোতে জাগো পরাণবতী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46805 and publish = 1 order by id desc limit 3' at line 1