logo
শনিবার ২৩ মার্চ, ২০১৯, ৯ চৈত্র ১৪২৫

  রোকেয়া ইউসুফ   ১৫ মার্চ ২০১৯, ০০:০০  

স্বাধীনতার কথা

সে ছিল তখন বুকের ভেতর

চাপা ছিল সেই বুকে জগদ্দল পাথর।

সে ছিল তখন মগজের ভেতর

যেত পাচার হয়ে যে মগজ ভিন্ন বলয়ে

অথবা ব্যবচ্ছেদ অনভিজ্ঞ ডোমের হাতে।

সে ছিল তখন চেতনার গভীরে

ছিল যে চেতনা গহীন অতলে অচেতন

অরোধ নির্বোধ নিগূঢ় অন্তর্জালে।

ছিল সে তখন হৃদয়ের নিবিড় অন্তরালে-

আলো অভিষেকের আকুল প্রতীক্ষায়;

হলো অবসান আঁধারের অবশেষে-

এলো কালজয়ী দীপ্ত আহ্বান,

এলো বাঁধ ভেঙ্গে রুদ্র ভীষণ জোয়ারের জল,

এলো প্রলয়, এলো ধ্বংস, রক্ত বন্যার

তাজা অগ্নি স্রোত হলো সত্যের জয়।

অতঃপর,

এলো সে পুষ্পরথে আনন্দলোকে

উড়িয়ে জয়ের পতাকা- আমাদের স্বাধীনতা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে