শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পরজীবী উদ্ভিদ

সুলতানা ফিরদৌসী
  ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

সিদ্ধকরা ধানে মিশমিশে গন্ধ

এই প্রবাল দ্বীপের কেউ তা বোঝে না।

এখানে স্তূপীকৃত মনোরঞ্জন শুধু

আছে গৃহ ও পাগড়ি প্রেমহীন

বুভুক্ষা বল প্রয়োগে হৃদয় ধষর্ণ

প্রবাল দ্বীপের কেউ তাকে খেঁাজে না!

এখানে সুগন্ধ আবরণে

রাজসিংহাসন বধ্যভ‚মি,

ওরা বোঝে না, স্নিগ্ধ কোমলতা।

মিলিত পুষ্প, প্রকৃতির গুণ ও নদী,

বোঝে না শুধু একাধিক নালার উৎস

সেই সাথে পরাজয়ের প্লাবন

জিরজিরে পরজীবী উদ্ভিদের ক্ষয়ে যাওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36697 and publish = 1 order by id desc limit 3' at line 1