বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এখুনি তা বলার সময়

বিমল গুহ
  ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:০০

আমরা বদল করি রূপ

আমরা বদল করি সভ্যতার আদি নিদশর্ন

মুখের আকৃতিও বদলে নিই কখনো কখনো

এইসব দেখে দেখে মানুষের অবয়ব মুখস্থ করেছি।

মুখস্থ করেছি হিংস্রতা, মুখস্থ করেছি কারো স্বভাব-বদল!

যুগ-পরম্পরা এই মুখের আদল মুখস্থ করতে করতে

বেলা গেছে। আর কি রয়েছে বাকি বলো?

তোমাদের ছায়ামুখ বক্রাকৃতি ভঁাজ

আর আমরা দেখতে চাই না কোনোদিন,

এখন তোমার প্রকৃত রূপ লোল-চামড়ার ভঁাজ

উন্মুক্ত করে দিতে চাই নবীন সমাজেÑ

যারা আমাদের মুখমÐল দেখতে শিখেছে।

আমরা এখনো রাস্তা মেপে পদক্ষেপ দিই

মুখস্থ করি রাজপথের ঠিকানা,

কখনো আবার সহজে মুখস্থ করি মাতৃপিতৃ-পুরুষের নাম

কখনো মুখস্থ করি প্রতিচিন্তা প্রকৃতির চাকার আওয়াজ

যেভাবে মুখস্থ করেছি আটচল্লিশে গণপরিষদ সভার হট্টগোল

ধীরেন্দ্রনাথ দত্তের কণ্ঠে উচ্চারিতÑ মাতৃভাষার প্রথম আকুতি,

একুশকে মুখস্থ করেছি ফি-বছর...

আমাদের গৌরবগাথা স্বাধীনতা দিনের কথা মুখস্থ করেছি

এখুনি তা বলার সময়Ñ আমাদের প্রজন্মের কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<26921 and publish = 1 order by id desc limit 3' at line 1