শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
গ্রন্থালোচনা

মাইক্রো পোয়েমস

নতুনধারা
  ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিশিষ্ট কবি সমরেশ দেবনাথের এই নতুন সঙ্কলনে পুরনোর সাথে নতুন অণুু/পরমাণু কবিতা অন্তভুর্ক্ত হয়েছে। প্রতিটি কবিতাই সমৃদ্ধ তাদের নিজস্বতায়, নিজস্ব মাধুযের্্য। এর বেশ কিছু কবিতা পূবের্ই আলোকিত, তবু বারবার বলতে ইচ্ছে হয়। কবিতায় শব্দ ব্যবহারে, শব্দ সম্বন্ধে নতুন করে আলোকপাত করেছেন কাবগ্রন্থের শুরুতেই যেখানে, সেই খচ, চখ-এর প্রচ্ছন্ন আভাস থেকে যাচ্ছে: ডড়ৎফং ভরহরংযবফ নু ঃযব মৎবধঃ ঢ়ড়বঃং/ঘড়ি ঃযব ুড়হম, ংবধৎপযরহম হবি ড়হব! এখানে কবিতার শিবির বিভাজনের একটা স্পষ্ট ইঙ্গিত রয়েছে, যদিও বাংলা কবিতায় এ শিবির বিভাজন হয়েছে, ৮’ এর দশকেই, তবে তা সে-ভাবে ‘ফরৎবপঃষু যরমযষরমযঃবফ’ হয়নি। তবে কবিতার ভাষা সব সময়েরই নতুনত্বের দাবি রাখে, তা সে যে দেশেই হোক না কেন। আর কবিতা নিয়ে মাতামাতি আজও যতটা হয়ে থাকে তা সাহিত্যের আর অন্য কোনো ক্ষেত্রে দেখা যায় না একমাত্র ভরপঃরড়হ ছাড়া, দেবনাথের কবিতা ‘যরমযষু বপষবপঃরপ’, তাছাড়া ৎযবঃড়ৎরপধষষু তার কবিতায় সবঃধঢ়যড়ৎ ংুসনড়ষ, ংঁৎৎবধষ বষবসবহঃং, যুঢ়বৎৎবধষরংস, ধৎপযবঃুঢ়ব, তাছাড়া ভধনধষব, ঢ়ধৎধনষব, ধষষবমড়ৎু এসে যায়, অনেকটা অভাবনীয়ভাবেই। আলোচ্য কাব্যগ্রন্থটির বহু কবিতাই অভিনবত্বের দাবি রাখে, ওকতাভিও পঁাজই নয়, তার সৌন্দযের্চতা তাকে কবধঃং -এরও অনুগামী করেছে তবে সেখানেও তিনি তার স্বাতন্ত্র্যে আলোচিত। সুর রিয়্যালিজমের কথা বললাম বটে, কিন্তু যেটা বলার কথা তা হলো বিগত দেড় দুুদুশকে বাংলায় যে পরিমাণ ংঁৎৎবধষরংঃরপ কবিতা লেখা হয়েছে তাতে আর নতুন করে বলার নেই যে, দেবনাথ ংঁৎৎবধষরংঃ যুক্ত কবিতা চচার্ করেছেন, পড়হভবংংরড়হধষ কবিতার ক্ষেত্রেও একই কথা চলেÑএই দুটি দিকেরই কিছু কবিতা এ সঙ্কলনে অন্তভুর্ক্ত হয়েছে। ঈধমব রং ংষববঢ়রহম ষড়হবষু/অহফ ঃযবৎবং হড়হব রহংরফবÑ খঁাচা/বুকের খঁাচার অনুষঙ্গে এক মৃতবৎ অস্তিত্বের ইঙ্গিতবহ হয়ে উঠেছে, যেখানে প্রাণ পাখি বা মনপাখির অস্তিত্ব নেই কোন। এর সঙ্গে সঙ্গে আজীবন ( সোমক দাস) শব্দটি অনায়াসেই যুক্ত হতে পারে, কুন্ডেরা যেখানে লিখেই দিলেন কবি জীবনের পরিপ্রেক্ষিতে ‘খরভব রং ঊষংবযিবৎব, এর গ্রন্থে, আবার অনেক কবিতাই ধঢ়যড়ৎরংঃরপ হয়ে উঠেছে, যেমন: ঁহফবৎ ধহ রহপয ড়ভ যধঢ়ঢ়রহবংং/ৎবংরংবফ ংড়ৎৎড়!ি’ ‘ওভ ঃযব ঢ়ষধঃভড়ৎস ফরংধঢ়ঢ়বধৎবফ/ঘড়হব ড়িঁষফ বীরংঃ, “রভ ঃযব রফরড়ঃ শহড়ংি যরসংবষভ/ঃড় নব ংড়/ঃযবহ ঃযবৎব ড়িঁষফ যধাব নববহ হড় রফরড়ঃ/ধঃ ধষষ কবিতায় এক, প্রাণ আবিষ্ট করা ভাষায় মাধুয্যর্ ফুটে উঠেছে: খরভব, ধ হধসব-/হড় ংযধঢ়ব, হড় পড়ষড়ৎ/ঃযব ধিাবং ড়ভ ঃযব ংবধ/ঃযব ৎযুঃযস ড়ভ ধ ড়িৎফ/হধসব ঃযব ষরভব, সব মিলিয়েই এটি একটি অতি ব্যতিক্রমী কাব্যগ্রন্থ হয়ে উঠেছে, যেখানে দেবনাথ তঁার স্বকীয় স্বাতন্ত্র্যে বিদ্যমানই নন বিশ্বকবিতার নিরিখে নবজ্যোতিষ্কস্বরূপ, তাই তো লিখতে পারেন এমন মন-প্রাণ জয় করা অবিস্মরণীয় পঙ্ক্তি: ড়ঁৎ যবধৎঃ রংহ’ঃ ড়ঁৎং/ঃযবৎব ষরাবং ধহড়ঃযবৎ ড়হব, গধহ খরাবং রং ঃযব াধপঁসঁহ /ওঃ’ং সরৎধপষব/ঃযব াধপঁসঁহ ষরাবং রহ ঃযব সধহ-/ ওঃ’ং সরৎধপষব’

ইংরেজি কবিতা লেখায় দেবনাথ আগেই মুন্সীয়ানা দেখিয়েছেন। তার গুঃয ধহফ ঊধৎঃয সারা ইউরোপে সাড়া জাগিয়েছে। এবারের গরপৎড় চড়বসং গ্রন্থটিও ইউরোপে পেঁাছে গেছে। দীঘির্দন পর বিশ্ববাসী ক্ষুদ্র কবিতার স্বাদ পেলো।

এখানে বিশেষভাবে উল্লেখ্য, ২০১৭ সালে ইউরোপীয় পোয়েট্রি প্রাইজ বিজয়ী কবি সমরেশ দেবনাথের কালজয়ী বাংলা কাব্যগ্রন্থ ভ‚মিপুত্র এবং তিনটি ইংরেজি কাব্যগ্রন্থ গুঃয ধহফ ঊধৎঃয, ঞযব অৎঃ ড়ভ করংংরহম, গরপৎড় চড়বস ইংরেজি তিনটি কাব্যগ্রন্থ ভারতসহ ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে।

ড. রাণা গুপ্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<26919 and publish = 1 order by id desc limit 3' at line 1