logo
শুক্রবার ২২ মার্চ, ২০১৯, ৮ চৈত্র ১৪২৫

  আবু হেনা আবদুল আউয়াল   ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০  

এ কী

ওলটপালট লÐভÐ তছনছ সবÑ

চেনাজানা পথঘাট অচেনা অজানা হয়ে

গেছে নিমিষেই, কী হতে কী হলো, এ কী!

নীলাকাশ নিচে নেমে এলোÑ

আরও নিচু হচ্ছে ক্রমে

কালো কাক আর সাদা বক পরস্পর

বাকবিনিময়ে ব্যস্ত কোনো এক জরুরি বিষয়ে

বাবুই পাখির ঝুলন্ত বাসায় উড়ে এসে

ঘুমায় নিশ্চিন্ত অতিথি পাখিরা

উটপাখি বেমালুম ভুলে গেছে সে যে পাখি নয়

কেয়ামত নজদিগে ভেবে ওড়ে উইপোকা

আমি কী জানি কী ভেবে ধরেছি প্রব্রজ্যা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে