logo
শুক্রবার ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০ ফাল্গুন ১৪২৫

  গোলাম কিবরিয়া পিনু   ০৬ জুলাই ২০১৮, ০০:০০  

অস্থির আগুন

কবে থেকে সে জ্বলতঁহি! পুড়ে

যায়! আরও হাওয়া বাড়তে বাড়তে সে-আগুন

Ñদিগন্ত প্রসারী!

শুধুই সে নারী?

সে-কারণে অগ্নিতে জ্বলছেই!

তত্ত¡জ্ঞানহীন বিবেচনা শূন্য হয়ে

বঁাশ-বেত খেঁজুর পাতার ঝঁাপি খুলে

তঁাতযন্ত্রে অসূয়া বুনতে বুনতে হায়

যারা দোকানি হয়েছে! তারা আরওÑ

কী ভয়াবহতার ভেতরে

পুরনো খাতায়

হিসেব খুলেছে!

কালজ্ঞ হিসেবে ছায়ায় ছায়ায়

আগুন আরও উষ্কখুষ্ক

আরও অস্থির ও চঞ্চল হয়ে পড়ছে!
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে