logo
সোমবার ১৭ জুন, ২০১৯, ৩ আষাঢ় ১৪২৬

  কনিকা সূত্রধর   ১২ অক্টোবর ২০১৮, ০০:০০  

ক্ষণস্রোতা

আমি আনমনা সরে তোমাকে চাই।

বিদেশি বিদ্রোপা হয়ে বাহিরকে সাজাই

পুলমা ক্ষণস্রোতা নিরস

নদীর প্রাণবিহীন আশা।

রেখা বিলিনীত হয়েছে যেবা,

লোকে ভুলে না তার আভা।

তদ্রƒপ নিজে আপন মনে,

বলি যতবার, তোমাকে ভুলে যাই।

মন যে সেই ক্ষরস্রোতা নদী

রেখা রেখে যাওয়া স্মৃতিগুচ্ছকে,

পিঞ্জরিত করে রাখা জনবল।

তোমার সেই খেয়াল রাখা,

মনে নিবৃত্ত তৃপ্ত মন মন ভুলনো

কথা, যেন আমার স্মৃতির মেলা।

তোমার সেই সামান্য ব্যাপারে

ভুল ধরা যেন আমার পথের

বাধা কাটানো মূল।

অতৃপ্ত মনের তৃপ্ততার অন্নাশি।

তোমার মুখের কালো রেখা

বাজায়িত কপাল আমার

হৃদয়ের ভয়ের স্থান।

তুমি আমার ক্ষণের আভা

কেন হলো এই জনম তোমায়

যদি না পাই। কেন বা হলো

এই ভেদাভেদ যেথায় আমি

তুমি দুই পথের।

তোমাকে রেখে চলে যাওয়ার জ্বালা

হৃদয় যেন আনমনা ক্ষোভা

আমার হৃদয় যেন অতৃপ্ত জমানী।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে