logo
বুধবার ২৪ এপ্রিল, ২০১৯, ১১ বৈশাখ ১৪২৬

  আনোয়ার কামাল   ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

ফসিলে জমানো চিহ্ন

রাতের সকল নিস্তব্ধতা ফুঁড়েÑ

একটি প্রসূতি সকাল ডাক দেয়

ফেলে আসা ঝড়ো উন্মাদনা

কিছু ক্ষয়িষ্ণু চিহ্ন রেখে যায়।

ফসিলে জমে থাকা দুঃখগুলো

রঙিন ফানুস হয়ে উড়ে যায়

ভাবনাগুলো এলোমেলো হয়ে

বসতি গাড়ে সোনামাখা রোদে।

ঝিরঝিরে হাওয়ায় গাছের শরীর

নাড়া দেয়, কোটর ভেঙে বের হয়

লালঠেঁাটের সবুজ টিয়ার ঝঁাক

শাপলা চুম্বন দেয় ভরন্ত শরীর।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে