logo
সোমবার, ০৩ আগস্ট ২০২০, ১৯ শ্রাবণ ১৪২৬

  বাবুল আনোয়ার   ১০ জুলাই ২০২০, ০০:০০  

কষ্টগুলো

কষ্টগুলো তোমায় দেবো আগলে রেখো

বুকের মাঝে আদরমাখা যত্ন করে

কষ্টগুলো অভিমানে হয় না যেন রুষ্ট

রাত্রি শেষের বিপন্ন সে দীঘল ঝড়ে

কষ্টগুলো বড় হবে দুঃখ হবে রাতে

ঝরা পাতার হাহাকারে পড়বে ঝরে

দীর্ণ ব্যথায় থাকবে তোমার সাথে

বলবে কথা আলো-ছায়া দিনের পরে।

কষ্টগুলোর ব্যক্ত হওয়ার ভাষা আছে

আশা আছে, যায় না চলে একটু দূরে

মুগ্ধ ছোঁয়ায় দাঁড়িয়ে থাকে খুব কাছে

মাটির গন্ধে তোলপাড় জাগিয়ে রাখে

কষ্টগুলো জোয়ার হবে ভীষণ তোড়ে

উপচানো সে ঢেউ হবে কোমল ভোরে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে