মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
জা র্মা নি

বাসে জাতীয়তা প্রদর্শন করায় চালক বরখাস্ত

য় আইন ও বিচার ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০

বাসে জার্মান জাতীয়তার পরিচয় প্রদর্শন করায় এক চালককে বরখাস্ত করেছে দেশটির ড্রেসডেনের পরিবহণ কর্তৃপক্ষ। এই ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে তার নিয়োগকারী প্রতিষ্ঠানও।

'এই বাসের চালক একজন জার্মান', বাসের দরজায় চালক এমন লেখা প্রদর্শন করায় বিপাকে পড়েছে সেখানকার পরিবহণ কর্তৃপক্ষ ডেফাওবে উটই। এক যাত্রী লেখাটির ছবি তুলে সেটি স্থানীয় গণমাধ্যম টাগ২৪ কে দেন। তিনি বলেন, 'আমি এটি দেখে বিস্মিত হয়েছি।'

পেটার ডর্ফেল নামের ২৩ বছর বয়সি এই যাত্রী জানান, 'বিষয়টি ক্রমেই স্বাভাবিক ব্যাপারে পরিণত হচ্ছে।' এই ছবি দ্রম্নত টুইটারে ছড়িয়ে পড়ে। যার প্রেক্ষিতে ড্রেসডেনের পরিবহণ কর্তৃপক্ষও প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে। তারা পাল্টা টুইটে লিখেছে, 'খবরটি আমাদের কাছে পৌঁছেছে। আমাদের এই সহকর্মীর সমস্যায় আমরা বিস্মিত। তিনি আর সড়কে (চালক) নেই এবং এ ধরনের আচরণের ব্যবস্থা আমরা নিব।'

ডেফাওবেয়ের মুখপাত্র ফাল্ক লুস স্থানীয় একটি সম্প্রচার মাধ্যমকে জানিয়েছেন ওই চালককে তারা তৃতীয় একটি প্রতিষ্ঠানের কাছ থেকে জরুরি ভিত্তিতে নিয়োগ করেছিলেন। তিনি বলেন, 'এই ধরনের আচরণ আমাদের কাছেও মোটেও গ্রহণযোগ্য নয়। এই চালক আর ডেফাওবে এর বাস চালাতে পারবেন না।'

চালক যেই প্রতিষ্ঠানে চাকরি করেন তার প্রধান মাত্তিহিয়াস পেসকে টাগ টোয়েন্টি ফোরকে বলেন, এ ধরনের ছবি দেখে তারাও অবাক হয়েছেন। তাকে এরই মধ্যে চাকরি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ডেফাওবে জানিয়েছে প্রতিদিন তাদের ৫৭০ জন চালক প্রয়োজন। কিন্তু সঙ্কট থাকায় তারা সম্প্রতি বিদেশিকর্মী নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে সার্বিয়া থেকে ১৯ জন চালক আনার প্রক্রিয়াও চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি। তাদের এজন্য জার্মান শেখানোর পাশাপাশি দেশটির আমলাতান্ত্রিক অনেক জটিলতাও সম্পন্ন করতে হচ্ছে।

বর্তমানে জার্মানিতে যেসব খাতে দক্ষ কর্মী প্রয়োজন তার মধ্যে পরিবহণ অন্যতম। জার্মান সরকার ইউরোপের বাইরের কর্মীদের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করাসহ ভাষা প্রশিক্ষণের জন্য নতুন একটি পরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এমন প্রেক্ষাপটে ড্রেসডেনের ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। উগ্র ডানপন্থি মনোভাব এবং সহিংসতার ঘটনা বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি সেখানে 'নাৎসি জরুরি অবস্থা' ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84231 and publish = 1 order by id desc limit 3' at line 1