logo
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬

  আইন ও বিচার ডেস্ক   ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

ইতালিতে বাংলাদেশি ইমাম বহিষ্কার

ইতালিতে বাংলাদেশি ইমাম বহিষ্কার
ইতালিতে শিশু নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশি এক ইমামকে দেশটি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ওই ইমামের নাম জুনায়েদ আহমেদ (১৯)। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। ওই বাংলাদেশি ইমাম দেশটির উত্তরাঞ্চলীয় পাদোভা শহরের একটি মসজিদে ইমামতি করতেন।

প্রতিবেদনে বলা হয়, ইমামতির পাশাপাশি 'বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টার' নামে একটি প্রতিষ্ঠানে শিশুদের কোরআন শিক্ষা দিতেন জুনায়েদ। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শিশুদের শারীরিক নির্যাতনের অভিযোগে চলতি বছরের অক্টোবর মাসে তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এরপর আদালতের নির্দেশানুযায়ী দুই মাস ডিটেনশন সেন্টারে রেখে আদালত তাকে ইতালি ত্যাগের নির্দেশ দেয় এবং সেই সঙ্গে আজীবনের জন্য দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে