শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে পর্যটকদের যে ১৯টি কাজ করা নিষেধ

তানজিম ইফতেখার
  ১৫ অক্টোবর ২০১৯, ০০:০০

সম্প্রতি প্রথমবারের মতো পর্যটন ভিসা চালু করেছে সৌদি আরব। ৪৯টি দেশের নাগরিকরা সেখানে ভ্রমণের সুযোগ পাবেন। তবে দেশটিতে গিয়ে কী কী করতে পারবেন না, তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে:

যৌনতা প্রকাশ পায় এমন আচরণ

এমন কোনো আচরণ করা যাবে না যার মাধ্যমে যৌনতা প্রকাশ পায়। এ ধরেনের 'অপরাধের' জন্য গুণতে হবে তিন হাজার সৌদি রিয়াল। একই অপরাধ আবার করার জন্য জরিমানা ছয় হাজার ডলার।

উচ্চ শব্দে গান বাজানো

কোনো আবাসিক এলাকায় যথাযথ অনুমতি ছাড়া উচ্চ শব্দে গান বাজানো যাবে না। এ ক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তি অভিযোগ জানালে দায়ীকে শাস্তি পেতে হবে। প্রথমবারের জন্য ৫০০ সৌদি রিয়াল আর পরবর্তী সময়ে প্রত্যেকবারের জন্য এক হাজার রিয়াল করে গুণতে হবে এ জন্য।

নামাজের সময় গান বাজানো

নামাজের সময় কেউ গান বাজালে ১০০০ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই অপরাধে পরবর্তী সময় দিতে হবে ২০০০ রিয়াল করে।

পোষা প্রাণীর বিষ্ঠা

পোষা প্রাণীর বিষ্ঠা পরিষ্কার না করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ জন্য প্রথমবারের শাস্তি ১০০ রিয়াল জরিমানা, পরবর্তী সময়ে ২০০ রিয়াল।

যত্রতত্র থুথু ও ময়লা ফেলা

নির্দিষ্ট স্থান ছাড়া কেউ ময়লা ফেললে কিংবা যেখানে-সেখানে থুথু ফেলা হলে ৫০০ রিয়াল জরিমানা করা হবে। দ্বিতীয়বার একই কাজের জন্য ১০০০ রিয়াল গুণতে হবে।

বয়স্ক আর প্রতিবন্ধীদের আসন

গণপরিবহনে ভুল করে বয়স্ক আর প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে বসে গেলেই বিপদ। মাশুল দিতে হবে ২০০ ইউরো। দ্বিগুণ গুণতে হবে একই অপরাধ আবার করলে।

পাবলিক পেস্নসে বাধা ডিঙ্গালে

খোলা জায়গায় কর্তৃপক্ষের ঘেরাও করা জায়গা অতিক্রম করলে একবারেই ৫০০ রিয়ালের জরিমানা। পরবর্তী সময়ে হবে দ্বিগুণ জরিমানা।

পাবলিক পেস্নসে যথাযথ পোশাক পরা

পাবলিক পেস্নসে সৌদি আরবের 'ড্রেস কোডের' সঙ্গে যায় না এমন পোশাক পরা যাবে না। এমনকি পোশাকে 'অপবিত্র আর অশ্লীল' কোনো প্রতীকও থাকা চলবে না। কেউ অন্তর্বাস বা ঘুমানোর পোশাক পরে বাইরে বের হলেও অপরাধ হিসেবে গণ্য হবে। এই তিনটি ক্ষেত্রেই প্রথমবার ১০০ আর পরবর্তী সময়ে ২০০ রিয়াল করে জরিমানা দিতে হবে।

পোশাকে নগ্নতা

পাবলিক পেস্নসে আপনার পোশাকে এমন কোনো ভাষা, ছবি বা প্রতীক থাকা যাবে না যা বৈষম্য ও বর্ণবাদ, পর্নগ্রাফি বা মাদকের ব্যবহার উস্কে দিতে পারে। এ জন্য প্রথমবারই ৫০০ ইউরো গুণতে হবে।

গণপরিবহণ ও দেয়ালে লেখালেখি

অনুমতি ছাড়া পাবলিক পরিবহন অথবা দেয়ালে লেখালেখি, আঁকাআঁকি করলে প্রথমবারের শাস্তি ১০০ রিয়াল জরিমানা। একই জরিমানা হবে বর্ণবাদী কিংবা কোনো প্রচারসংক্রান্ত স্স্নোগান বা ছবি দিলেও। ১০০ রিয়াল মাশুল দিতে হবে বাণিজ্যিক প্রচারপত্র বিলি করার জন্যও।

কাউকে আক্রমণ করা

শারীরিক বা মৌখিকভাবে কাউকে আক্রমণ করা যাবে না। এমন কর্মকান্ডে কেউ ভয় পেলে বা ক্ষতিগ্রস্ত হলে ১০০ রিয়াল গুণতে হবে।

অগ্নি প্রজ্বলন

ভুল করেও পাবলিক পেস্নস বা পার্কে আগুন জ্বালিয়ে ফেললে শাস্তি ১০০ রিয়াল।

লাইন ভাঙলে ৫০ রিয়াল

অনুমতি ছাড়া পাবলিক পেস্নসের অপেক্ষারত লাইন অতিক্রম করলে ৫০ রিয়াল জরিমানা গুণতে হবে।

বৈদু্যতিক বা লেজার বিম ব্যবহার

বৈদু্যতিক কোনো কিছু বা লেজার বিম ব্যবহার করে কাউকে ভয় দেখালে বা ক্ষতি করলে প্রথমবারের শাস্তি ১০০ রিয়াল, পরবর্তী সময়ে ২০০ করে।

ছবি বা ভিডিও তোলা

অনুমতি ছাড়া কারও ছবি তুললে বা ভিডিও করলে বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য হবে। একইভাবে অনুমতি ছাড়া তোলা যাবে না দুর্ঘটনা বা অন্য কোনো ঘটনার ছবিও। এসব ক্ষেত্রে প্রথমবারের শাস্তি ১০০০ রিয়াল। একই অপরাধ আবার করলে গুণতে হবে ২০০০ রিয়াল করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71127 and publish = 1 order by id desc limit 3' at line 1