শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নামজারির ফিস ও আবেদনপত্রের সঙ্গে কাগজপত্র

নতুনধারা
  ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

খারিজ/মিউটেশন/নামজারির জন্য নিম্নলিখিত হারে ফিস প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে কোর্ট ফি ২০/- (বিশ) টাকা।

নোটিশ জারি ফি ৫০/- (পঞ্চাশ) টাকা, রেকর্ড সংশোধন বা হালকরণ ফি ১০০০/- (এক হাজার) টাকা, প্রতি কপি মিউটেশন খতিয়ান সরবরাহ বাবদ ১০০/-(একশত) টাকা। উলেস্নখ্য, আবেদনপত্রের কোর্ট ফি ছাড়া বাকিগুলো ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়, তাই বাকি ১,১৫০ টাকা অফিসে নগদে ফিস জমা দিয়ে ডিসিআর সংগ্রহ করতে হয়।

নামজারির আবেদনে যে সব কাগজপত্র লাগবে:

১। ২০ (বিশ) টাকার কোর্ট ফিসহ মূল আবেদন ফরম।

২। আবেদনকারীর ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি (একাধিক ব্যক্তির ক্ষেত্রে প্রত্যেকের জন্য ছবি প্রযোজ্য)।

৩। আবেদনকারীর পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি (জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি/জন্ম নিবন্ধন সনদ/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/ অন্যান্য)।

৪। খতিয়ানের ফটোকপি/সার্টিফাইড কপি।

৫। বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ।

৬। সর্বশেষ জরিপের পর থেকে বায়া দলিলের সার্টিফাইড কপি বা ফটোকপি।

৭। উত্তরাধিকারসূত্রে মালিকানা লাভ করলে অনধিক তিন মাসের মধ্যে ইসু্যকৃত মূল উত্তরাধিকার সনদ।

৮। ডিক্রির মাধ্যমে জমির মালিকানা লাভ করলে ওই ডিক্রির সার্টিফাইড কপি বা ফটোকপি।

তবে শুনানি গ্রহণকালে দাখিলকৃত কাগজের মূল কপি অবশ্যই আনতে হবে। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিয়ন ভূমি অফিসে দখল/প্রয়োজনীয় মালিকানার রেকর্ডপত্র দেখাতে হবে। য় আইন ও বিচার ডেস্ক

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<65090 and publish = 1 order by id desc limit 3' at line 1