শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সূচকে মিশ্র প্রবণতা কমেছে লেনদেন

যাযাদি রিপোর্ট
  ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯২ পয়েন্টে নেমে গেছে। ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৮৪ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২৯ লাখ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫২ কোটি ১৩ লাখ টাকার। এদিন ডিএসইতে ৩৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৪৩টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪২টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৬০টির।

ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির ২৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২১ কোটি ৮৭ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ইউনাইটেড পাওয়ার এবং ২০ কোটি ৭৬ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নু সিরামিক। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ সাবমেরিন কেবলস, ন্যাশনাল টিউবস, ড্যাফোডিল কম্পিউটার্স, ইস্টার্ন কেবলস, প্রিমিয়ার ব্যাংক, মুন্নু জুট স্টাফলার্স ও এস্কয়্যার নিট কম্পোজিট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬৯ পয়েন্টে। বাজারটিতে লেনদেন অংশ নেয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দাম বেড়েছে ১০৩টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। লেনদেন হয়েছে ৪৮ কোটি ৯১ লাখ টাকার।

দর পতনের শীর্ষে:ঢাকা স্টক এক্সচেঞ্জে টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে স্থানে রয়েছে মার্কেন্টাইল ইন্সু্যরেন্স। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৩ শতাংশ বা ২ টাকা ৩০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৩৩ বারে ২ লাখ ৫৮ হাজার ৫৭০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৭ লাখ ৮২ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্সু্যরেন্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯১ শতাংশ বা ১ টাকা ৫০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩৫৫ বারে ৩ লাখ ১ হাজার ৪৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬১ লাখ ৭৮ হাজার টাকা।

এশিয়া ইন্সু্যরেন্স তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭১ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭১৫ বারে ৭ লাখ ৬২ হাজার ৬৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪ লাখ ৯ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- অগ্রণী ইন্সু্যরেন্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল, আরএন স্পিনিং, প্রভাতি ইন্সু্যরেন্স, ইস্টার্ন ইন্সু্যরেন্স, কর্ণফুলী ইন্সু্যরেন্স ও গেস্নাবাল ইন্সু্যরেন্স।

দর বাড়ার শীর্ষে:ঢাকা স্টক এক্সচেঞ্জে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস। এই দিন শেয়ারটির দর বেড়েছে ১৮ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২২৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯০৩ বারে ১ লাখ ৯৩ হাজার ৫৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩১ লাখ ২৩ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বঙ্গজ। এই কোম্পানিটির দর বেড়েছে ১৯ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৭১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৪৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৯৩৮ বারে ৬৩ হাজার ৪৬৮টি শেয়ার লেনদেন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46355 and publish = 1 order by id desc limit 3' at line 1