logo
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫ ফাল্গুন ১৪২৬

  মোহাম্মদ নূর আলম গন্ধী   ২১ জানুয়ারি ২০২০, ০০:০০  

শীত এসেছে

শীত এসেছে শীত এসেছে

কুয়াশারই চাদরে

শহর-নগর পলস্নী গাঁয়ে

কোমল রোদের আদরে।

শীত এসেছে শীত এসেছে

নতুন আবেশ ঢঙে

বাগানজুড়ে হরেক ফুলের

রং বাহারি রঙে।

শীত এসেছে শীত এসেছে

মাঠের সরষে ফুলে

হাওর-বাঁওড় বিলে-ঝিলে

শান্ত নদীর কূলে।

শীত এসেছে শীত এসেছে

\হখেজুর রস ও গুড়ে

\হছোট-বড় সবার মাঝে

সারাবাংলা জুড়ে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে