logo
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬

  মোহাম্মদ নূর আলম গন্ধী   ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

যেই না এলো হেমন্ত

কৃষান প্রাণে রং লেগেছে

যেই না এলো হেমন্ত

পাকা ধানের সুবাসে আজ

ভরে গেছে এ মন তো।

চারিদিকের প্রকৃতিতে

সজীব প্রাণের ছোঁয়া

হিমেল হাওয়ার পরশ মাখা

শিশির জলে ধোয়া।

বনে-বনে ডাকছে পাখি

গাইছে মধুর গান

হেমন্তেরই এমন ক্ষণে

নেচে ওঠে প্রাণ।

ঘরে ঘরে পিঠা পুলির

হরেক আয়োজন

হয় না রে তুল, হয় না রে তুল

মধুমাখা ক্ষণ!
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে