logo
  • Mon, 19 Nov, 2018

  রাশেদুল হক   ০৭ আগস্ট ২০১৮, ০০:০০  

শেরপুরে বিদায়ী সংবধর্না

শেরপুরে বিদায়ী সংবধর্না
বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাব ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের পক্ষ থেকে সদ্য বিদায়ী থানার অফিসার ইনচাজর্ মো. রফিকুল ইসলামকে বিদায়ী সংবধর্না
বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাব ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের পক্ষ থেকে সদ্য বিদায়ী থানার অফিসার ইনচাজর্ মো. রফিকুল ইসলামকে বিদায়ী সংবধর্না দেয়া হয়। গত ৩ আগস্ট শুক্রবার রাতে প্রেসক্লাব কাযার্লয়ে এ বিদায়ী সংবধর্না অনুষ্ঠিত হয়েছে।

জেজেডি ফ্রেন্ডস ফোরামের সংগঠনের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেজেডি ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক রাশেদুল হক, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর ইসলাম, কোষাধ্যক্ষ বাদশা আলম, সাহিত্য সম্পাদক নাহিদ হাসান রবিন, সদস্য সাখাওয়াত হোসেন জুম্মা, রায়হানুল ইসলাম, আবু বকর সিদ্দিক, সৌরভ অধিকারী শুভ, মাইটিভির শেরপুর প্রতিনিধি শামীম সরকার বিদ্যুৎ, শফিকুল ইসলাম শরীফ, আব্দুল ওয়াদুদ, শুভেন্দু লাহিড়ী বিপ্লব প্রমুখ।

এ সময় বিদায়ী বন্ধুর সঙ্গে বিভিন্ন বিষয়ে দিক নিদের্শনামূলক মত বিনিময় করা হয় এবং তার ও পরিবারের সুস্থ্যতা কামনা করা হয়।

সাধারণ সম্পাদক

জেজেডি ফ্রেন্ডস ফেরাম

শেরপুর, বগুড়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে