logo
শুক্রবার, ১০ জুলাই ২০২০, ২৬ আষাঢ় ১৪২৬

  আলী এরশাদ   ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

শরতের আগমন

বর্ষার শেষে রানি এলো আজ দুয়ারে

প্রকৃতির গায়ে লাগে মধুময় ছোঁয়ারে।

প্রকৃতির সাঁজ দেখে হয় সবে মুগ্ধ

রূপ দেখে থেমে যায় যোদ্ধার যুদ্ধ।

আকাশের বুকজুড়ে সাদামেঘ ভাসছে

নদী তীরে কাশফুল খিলখিল হাসছে।

কাশবনে সাদাপরি করে চলে নৃত্য

এই দেখে সকলের ভরে যায় চিত্ত

স্বর্গীয় দৃশ্যটা খালে-বিলে পুকুরে

যার ছবি আঁকা আছে এই মনমুকুরে।

জলজ ফুলের রানি পদ্মের হাসিটা

মনকাড়ে বেজে উঠে হৃদয়ের বাঁশিটা।

লাল নীল শাপলার মনোহর দৃশ্য

\হদেখে শুধু মনে হয় কী রঙিন বিশ্ব!

কদম-বকুল আহা! কেড়ে নেয় মনটা

বাতাসে সুবাস ভাসে ভালো লাগে ক্ষণটা।

মাদকতা ছুঁয়ে যায় তালপাকা গন্ধে

কবি মন আঁকে ছবি থাকে সদানন্দে।

শরতের এ সুরত ঢেউ তুলে হৃদয়ে

ভাবনারা পাখা মেলে সময় অসময়ে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে