logo
শুক্রবার ২২ মার্চ, ২০১৯, ৮ চৈত্র ১৪২৫

  মোহাম্মদ নূর আলম গন্ধী   ০৬ নভেম্বর ২০১৮, ০০:০০  

হেমন্তটা এলে

শরৎ শেষে নতুন বেশে

হেমন্তটা এলে

কৃষাণ প্রাণে নতুন ধানে

আনন্দ ঢেউ খেলে।

দুঃখ ভুলে হাসে কৃষাণ

এ যে সুখের বেলা

রাশি রাশি স্বপ্ন বুকে

নিত্য করে খেলা।

ঘরে ঘরে চিড়া মুড়ি

পিঠা পুলির লাগে ধুম

নবান্নেরই উৎসব কাড়ে

ছোট-বড় সবার ঘুম।

হেমন্তেরই ক্ষণটা কাটায়

হাসি গান ও সুখে

নানান রকম উৎসবেতে

পল্লীগঁায়ের লোকে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে