বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সীতাকুÐে বøাড গ্রæপ নিণর্য় ক্যাম্পেইন

সবুজ শমার্ শাকিল
  ০৯ অক্টোবর ২০১৮, ০০:০০
ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে সীতাকুÐের ভাটিয়ারীতে রক্তের গ্রæপ নিণর্য় কমর্সূচি

“মোরা করবো রক্ত দান, মোদের রক্তে বঁাচবে প্রাণ” এ ¯েøাগানকে সামনে রেখে সীতাকুÐের ভাটিয়ারীতে দিনব্যাপী বøাড গ্রæপ নিণর্য় কমর্সূচি অনুষ্ঠিত হয়েছে। অনলাইনভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধানে ভাটিয়ারী বøাড ডোনেট গ্রæপের আয়োজনে অনুষ্ঠিত এ কমর্সূচিতে স্বতঃস্ফ‚তর্ভাবে অংশগ্রহণ করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সীতাকুÐের বন্ধুরা। গত শনিবার সীতাকুÐের ভাটিয়ারীর ইউসিবিএল ব্যাংকের সামনে রক্তের গ্রæপ নিণর্য় কমর্সূচি অনুষ্ঠিত হয়।

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ভারপ্রাপ্ত সভাপতি ও রক্তের সন্ধানে ভাটিয়ারী এর উপদেষ্টা মোহাম্মদ মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল সীতাকুÐ প্রতিনিধি এম সেকান্দর হোসাইন। কমর্সূচিতে বক্তব্য রাখেন, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ওসমান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ছাত্রলীগ নেতা ইফতেখার আলম, রক্তের সন্ধানে ভাটিয়ারী-এর সভাপতি মুহাম্মদ সোহেল আরমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক শুভ দাশ, প্রচার সম্পাদক মুহাম্মদ আবদুল করিম, অথর্ সম্পাদক মুহাম্মদ রুবেল, মুহাম্মদ মামুন, মিঠুন সাহা, মুহাম্মদ সুজন, আল মামুন, সহসভাপতি নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাওসার, অথর্ সম্পাদক সাইদুল ইসলাম তপু, রাজদ্বীপ, বেলাল হুসেইন, আবদুল আল মামুন, আমজাদ, এনামুল, করিম ফ্রেন্ডস ফোরাম সদস্য মুহাম্মদ সোহেল আরমান, মুহাম্মদ সাইফুল ইসলাম অপু, শূভ দাশ, মুহাম্মদ আবদুল করিম, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ মামুন, মিঠুন সাহা, মুহাম্মদ সুজন, আল মামুন প্রমুখ।

কমর্সূচিতে প্রধান অতিথির বক্তব্য ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, এক সময় জনসচেতনতা না থাকায় প্রসবকালীন ও বিভিন্ন দুঘর্টনায় রক্তের অভাবে অনেক মানুষকে অকালে প্রাণ হারাতে হতো। কিন্তু বতর্মানে তরুণদের আন্তরিক প্রচেষ্টায় গড়ে ওঠা রক্তের সংগঠনগুলোর কারনে সঠিক সময়ে রক্ত পেয়ে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাচ্ছেন অধিকাংশ মানুষ।

তিনি আরও বলেন, মুমূষর্ ব্যক্তিদের জীবন বঁাচাতে এ সংগঠনটি যে নিবেদিতভাবে কাজ করছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। তাদের এ নিঃস্বাথর্ পথ চলা ও মানব কল্যাণকর কাজের ফলে অনন্তকাল সকলের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন এ তরুণরা।

আলোচনা সভা শেষে বিনামূল্যে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন বয়সের প্রায় ২৫০ জনের অধিক নারী, পুরুষের রক্তের গ্রæপ নিণের্য় কাজ করেন সংগঠনটি। এ সময় তাদের সাবির্ক সহযোগিতা করেন উপস্থিত জেজেডি ফ্রেন্ডস ফোরাম বন্ধুরা।

উপদেষ্টা

জেজেডি ফ্রেন্ডস ফোরাম

সীতাকুÐ, চট্টগ্রাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<16486 and publish = 1 order by id desc limit 3' at line 1