logo
বুধবার ২৬ জুন, ২০১৯, ১২ আষাঢ় ১৪২৬

  শ্যামল রায়   ০২ অক্টোবর ২০১৮, ০০:০০  

স্মৃতির ভেলায়

ফিরব কি সেই শৈশবকালে

নামবো কি আর নদী-খালে

দুপুর বেলা পুকুর জলে।

ছুটব কি আর আম বাগানে

উঠব মেতে নাচ বা গানে

মিষ্টি মধুর কোলাহলে।

যাব কি আর খেলার মাঠে

শেষ বিকেলে নদীর ঘাটে

ফেলে আসা স্মৃতির ভেলায়।

থাকব কি আর একই ঘরে

ডাকব আবার হাতটি ধরে

সঙ্গে যেতে প্রাণের মেলায়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে