logo
সোমবার ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৬ ফাল্গুন ১৪২৫

  শ্যামল রায়   ০২ অক্টোবর ২০১৮, ০০:০০  

স্মৃতির ভেলায়

ফিরব কি সেই শৈশবকালে

নামবো কি আর নদী-খালে

দুপুর বেলা পুকুর জলে।

ছুটব কি আর আম বাগানে

উঠব মেতে নাচ বা গানে

মিষ্টি মধুর কোলাহলে।

যাব কি আর খেলার মাঠে

শেষ বিকেলে নদীর ঘাটে

ফেলে আসা স্মৃতির ভেলায়।

থাকব কি আর একই ঘরে

ডাকব আবার হাতটি ধরে

সঙ্গে যেতে প্রাণের মেলায়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে