logo
শনিবার ২০ এপ্রিল, ২০১৯, ৭ বৈশাখ ১৪২৬

  মোবাশ্বির হাসান শিপন   ১১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

অচেনা ঠিকানা

কঠিন লোহার আকৃতিও বদলে দেয়

কামারের হঁাপরের হাওয়ার দম;

দহনে চাকচিক্য আর তীক্ষèতার দখল নিয়ে

ফিরে পায় আভিজাত্যের নয়া মোড়ক।

অযতেœ অবহেলায় লোহায়ও মরিচা পড়ে

অস্তিত্বের শেষ প্রমাণটুকু ধীরে ধীরে

ক্ষয়ে ক্ষয়ে মিশে যায় মৃত্তিকায়;

বেলে, দো-অঁাশ কিংবা পলির প্রকোষ্ঠে।

মানবজীবন হায়! মায়ার যতন চায়;

খুঁজে ফিরে ফুলের বিছানায় পূণির্মা প্লাবন;

না হলে মুমূষুর্ ভালোবাসা অজান্তে পালিয়ে যায়Ñ

গাঢ় অভিমানে অচেনা ঠিকানায়!
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে